বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে বাংলাদেশি ২ তরুণ নিহত মারকাযুল উলূম খুলনা'র ২০ তম বার্ষিক ওয়াজ মাহফিল শুক্রবার  অনশনরত তারেকের পক্ষে সংহতি বিএনপি’র গুলি খেতে না চাইলে এনসিপিতে আসুন: হাসনাত আবদুল্লাহ ‘উত্তেজনা কমাতে’ ইস্তাম্বুলে ফের আলোচনায় বসছে পাক-আফগান জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি দেওয়ায় কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন ৭২র সংবিধান বাতিল জুলাই বিপ্লবের অন্যতম প্রেরণা: ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট প্রকাশিত হয়েছে আবুল ফাতাহ কাসেমী’র নতুন বই ‘ইসলাম ও কাদিয়ানি ধর্ম’  অবিলম্বে জুলাই সনদ ঘোষণার উপর গণভোট দিতে হবে: খেলাফত মজলিস আবারও আফগানিস্তানকে যুদ্ধের হুমকি পাকিস্তানের

আখাউড়ায় চাচাতো ভাইকে গলাটিপে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সবুজ মিয়া (২৮) নামে এক ব্যাক্তিকে গলা টিপে হত্যা করেছে তারই আপন চাচাতো ভাই দারু মিয়া। গতকাল শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সবুজ।

নিহতের বাড়ি উপজেলার ধরখার ইউনিয়নের চাঁন্দপুর গ্রামে। নিহত সবুজ একই গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে।

ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জিয়াউল হক জানান, গত বৃহস্পতিবার বিকেলে শিশুদের মধ্যে ঝগড়া কেন্দ্র করে চাঁন্দপুর গ্রামের কাদের মিয়ার ছেলে দারু মিয়ার সঙ্গে তার চাচাতো ভাই সবুজ মিয়ার কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে দারু মিয়া সজোরে সবুজের গলা টিপে ধরেন।

এতে সবুজ মারাত্মকভাবে জখম হলে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মৃত্যু হয় সবুজের।

আখাউড়া থানার ওসি মোশাররফ হোসেন তরফদার বলেন, এ ঘটনায় নিহত সবুজের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ