বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে বাংলাদেশি ২ তরুণ নিহত মারকাযুল উলূম খুলনা'র ২০ তম বার্ষিক ওয়াজ মাহফিল শুক্রবার  অনশনরত তারেকের পক্ষে সংহতি বিএনপি’র গুলি খেতে না চাইলে এনসিপিতে আসুন: হাসনাত আবদুল্লাহ ‘উত্তেজনা কমাতে’ ইস্তাম্বুলে ফের আলোচনায় বসছে পাক-আফগান জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি দেওয়ায় কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন ৭২র সংবিধান বাতিল জুলাই বিপ্লবের অন্যতম প্রেরণা: ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট প্রকাশিত হয়েছে আবুল ফাতাহ কাসেমী’র নতুন বই ‘ইসলাম ও কাদিয়ানি ধর্ম’  অবিলম্বে জুলাই সনদ ঘোষণার উপর গণভোট দিতে হবে: খেলাফত মজলিস আবারও আফগানিস্তানকে যুদ্ধের হুমকি পাকিস্তানের

চুয়াডাঙ্গায় ‘বন্দুকযুদ্ধে’ পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির কমান্ডার নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় র‍্যাব এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার ওল্টু মণ্ডল (৪৩) নিহত হয়েছে বলে দাবি করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ৬।

গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার পারলক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা ঘটে। ওল্টু মণ্ডলের বাড়ি উপজেলার তিয়রবিলা গ্রামের গাজীপাড়ায়।

র‌্যাব-৬-এর ঝিনাইদহ আঞ্চলিক কমান্ডার মনির আহম্মেদ জানান, গতরাতে র‌্যাবের একটি টহলদল খাসকররা ইউনিয়নের তালুককররা-পারলক্ষ্মীপুর সড়কে টহলে যায়। এ সময় হঠাৎ কুড়ির মাঠ থেকে র‍্যাব সদস্যদের লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। তখন র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে।

উভয়পক্ষের মধ্যে গোলাগুলির একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে রাত ৩টার দিকে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় লোকজন নিহত ব্যক্তিকে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার ওল্টু মণ্ডলের বলে শনাক্ত করেছেন বলে জানান র‍্যাব কর্মকর্তা মনির আহম্মেদ।

মনির আহম্মেদ জানান, র‌্যাব ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ