বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে বাংলাদেশি ২ তরুণ নিহত মারকাযুল উলূম খুলনা'র ২০ তম বার্ষিক ওয়াজ মাহফিল শুক্রবার  অনশনরত তারেকের পক্ষে সংহতি বিএনপি’র গুলি খেতে না চাইলে এনসিপিতে আসুন: হাসনাত আবদুল্লাহ ‘উত্তেজনা কমাতে’ ইস্তাম্বুলে ফের আলোচনায় বসছে পাক-আফগান জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি দেওয়ায় কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন ৭২র সংবিধান বাতিল জুলাই বিপ্লবের অন্যতম প্রেরণা: ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট প্রকাশিত হয়েছে আবুল ফাতাহ কাসেমী’র নতুন বই ‘ইসলাম ও কাদিয়ানি ধর্ম’  অবিলম্বে জুলাই সনদ ঘোষণার উপর গণভোট দিতে হবে: খেলাফত মজলিস আবারও আফগানিস্তানকে যুদ্ধের হুমকি পাকিস্তানের

মূর্তি স্থাপন করে মানুষকে শিরকের দিকে ধাবিত করার চক্রান্ত তাওহিদী জনতা রুখে দিবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করে মানুষকে শিরকের দিকে ধাবিত করার চক্রান্ত বাংলার তাওহিদী জনতা রুখে দিবে।

আজ বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আল্লাহ পাক রাব্বুল আলামীন মহাগ্রন্থ আল কুরআন রমজান মাসে  নাজিল করার কারণে অন্য মাসের তুলনায় এ মাসের শ্রেষ্ঠত্ব দান করেছেন। তেমনিভাবে এই কুরআন অনুযায়ি যে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পরিচালিত হবে,  সে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র সর্বশ্রেষ্ঠ হিসেবে পরিগণিত হবে। সুতরাং যারা কুরআনের সমাজ প্রতিষ্ঠায় অঙ্গিকারাবদ্ধ তারা মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত হবে।

তিনি আরো বলেন, রমজানের শিক্ষা হচ্ছে সকল প্রকার তাগুতের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করা।

জেলা সভাপতি মাওলানা জসিম উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা মহানগর সভাপতি মাওলানা এনামুল হক মূসা, সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা আমানুল্লাহ, জেলা সহ-সভাপতি মাওলানা আমির হোসেন, সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক হারুনুর রশীদ ভূইয়া  প্রমুখ।

এসএস/

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ