সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নোয়াখালীতে প্রশিক্ষণ প্রাইভেটকার পুকুরে পড়ে তরুণের মৃত্যু ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইসলামি অর্থনীতি ও ব্যাংকিং’ কর্মশালা মঙ্গলবার  রবিউস সানি মাসের চাঁদ দেখতে বসছে কমিটি আজহারীর বর্ণনায় নবীজির শারীরিক ও চারিত্রিক সৌন্দর্য জিরি মাদরাসা পরিদর্শনে এসে সৌদি শায়খের বিমুগ্ধতা ফিলিস্তিনকে প্রভাবশালী ৪ রাষ্ট্র স্বীকৃতি দেওয়ায় ক্ষুব্ধ নেতানিয়াহু নেজামে ইসলাম পার্টিসহ নিবন্ধন পাচ্ছে ৬ দল বাংলাদেশ খেলাফত যুব মজলিস বরিশালের সভাপতিকে বহিষ্কার কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করুন: সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদ গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মরক্কোতে হাজারো মানুষের বিক্ষোভ

মূর্তি স্থাপন করে মানুষকে শিরকের দিকে ধাবিত করার চক্রান্ত তাওহিদী জনতা রুখে দিবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করে মানুষকে শিরকের দিকে ধাবিত করার চক্রান্ত বাংলার তাওহিদী জনতা রুখে দিবে।

আজ বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আল্লাহ পাক রাব্বুল আলামীন মহাগ্রন্থ আল কুরআন রমজান মাসে  নাজিল করার কারণে অন্য মাসের তুলনায় এ মাসের শ্রেষ্ঠত্ব দান করেছেন। তেমনিভাবে এই কুরআন অনুযায়ি যে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পরিচালিত হবে,  সে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র সর্বশ্রেষ্ঠ হিসেবে পরিগণিত হবে। সুতরাং যারা কুরআনের সমাজ প্রতিষ্ঠায় অঙ্গিকারাবদ্ধ তারা মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত হবে।

তিনি আরো বলেন, রমজানের শিক্ষা হচ্ছে সকল প্রকার তাগুতের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করা।

জেলা সভাপতি মাওলানা জসিম উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা মহানগর সভাপতি মাওলানা এনামুল হক মূসা, সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা আমানুল্লাহ, জেলা সহ-সভাপতি মাওলানা আমির হোসেন, সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক হারুনুর রশীদ ভূইয়া  প্রমুখ।

এসএস/

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ