শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৯ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত নেতা হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল আজ ঢাকার ২০ আসনের মনোনয়নপত্র বাছাই ও সিদ্ধান্ত খালেদা জিয়ার মৃত্যুতে কাতারের আমিরের শোক খুতবার প্রস্তুতিকালে মিম্বরেই ইমামের মৃত্যু বিশিষ্ট বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল গুলশান আজাদ মসজিদে মায়ের দোয়া মাহফিলে তারেক রহমান নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সালাহউদ্দিন আহমদ আল্লাহ স্বাক্ষী, ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত ‘ইসলামী ছাত্র আন্দোলনকে সাহাবাদের চরিত্র দৃঢ়ভাবে ধারণ করতে হবে’ ৭২ বছর ইমামতি, ‘শেষ খুতবা’র পর আবেগঘন বিদায় নিলেন মাওলানা আবদুল হক

৫ বছরেও সন্ধান মেলেনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : পাঁচ বছর ধরে নিখোঁজ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র। তারা হলো,  ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল ফিকাহ বিভাগের এলএলবি চতুর্থ বর্ষের ছাত্র আল মুকাদ্দাস ও ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের ছাত্র মো. ওয়ালিউল্লাহ।

নিখোঁজদের সন্ধান চেয়ে বরিশালে সংবাদ সম্মেলন করেছে নিখোঁজদের পরিবারের সদস্যরা। মঙ্গলবার দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটির কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিখোঁজ মো. ওয়ালিউল্লাহর ভাই খালিদ সাইফুল্লাহ এবং আল মুকাদ্দাসের চাচা মো. আব্দুল হাই।

সংবাদ সম্মেলনে নিখোঁজ আল মুকাদ্দাসের চাচা মো. আব্দুল হাই বলেন, ২০১২ সালের ৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়াগামী হানিফ এন্টাপ্রাইজের ৩৭৫০ নম্বর গাড়িতে উঠেছিল মুকাদ্দাস ও ওয়ালিউল্লাহ। গাড়িটি ঢাকা থেকে নির্ধারিত সময়ে ছেড়ে গেলেও রাত ১টার দিকে সাভার (নবীনগর) র‌্যাব-৪ ক্যাম্পের সামনে পৌঁছালে র‌্যাব ও ডিবির পোশাকধারী ৮/১০ জন গাড়িতে উঠে নিজেদের পুলিশ ও র‌্যাব হিসেবে পরিচয় দিয়ে তাদের নামিয়ে নিয়ে যায়।

পরে পুলিশ ও র‌্যাবের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কিছুই জানে না বলে দাবি করে।

নিখোঁজ মো. ওয়ালিউল্লাহর ভাই খালিদ সাইফুল্লাহ বলেন, নিখোঁজদের খোঁজ না পাওয়ায় আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ, র‌্যাবের সঙ্গে যোগাযোগ করেও ৫ বছরে তাদের কোনও সন্ধান পাইনি।

এ বিষয়ে ২০১২ সালের ৬ ও ৮ ফেব্রুয়ারি ঢাকার দারুসসালাম ও আশুলিয়া থানায় পৃথক দুটি জিডি করা হয়। যার নং ৩১৭ ও ৫২৫। জিডি করার পরেও তাদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর কোনও তৎপরতা লক্ষ্য করা যায়নি।

তাই আমরা এখন নিখোঁজদের সন্ধান ও উদ্ধারের ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ