শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৯ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত নেতা হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল আজ ঢাকার ২০ আসনের মনোনয়নপত্র বাছাই ও সিদ্ধান্ত খালেদা জিয়ার মৃত্যুতে কাতারের আমিরের শোক খুতবার প্রস্তুতিকালে মিম্বরেই ইমামের মৃত্যু বিশিষ্ট বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল গুলশান আজাদ মসজিদে মায়ের দোয়া মাহফিলে তারেক রহমান নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সালাহউদ্দিন আহমদ আল্লাহ স্বাক্ষী, ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত ‘ইসলামী ছাত্র আন্দোলনকে সাহাবাদের চরিত্র দৃঢ়ভাবে ধারণ করতে হবে’ ৭২ বছর ইমামতি, ‘শেষ খুতবা’র পর আবেগঘন বিদায় নিলেন মাওলানা আবদুল হক

এবার মাদরাসা বোর্ডে জিপিএ-৫ কমেছে অর্ধেকেরও বেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এবারের দাখিল পরীক্ষার ফলাফলে বিপর্যয় দেখা দিয়েছে। এ বছর মাদরাসা বোর্ডে পাস করেছে ৭৬ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী। গত ৬ বছরের মধ্যে যা সর্বনিম্ন।

পাসের হারের পাশাপাশি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীও সংখ্যাও কমে অর্ধেকের নিচে নেমে এসেছে। এবার দুই হাজার ৬১০ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত বছর যা ছিল পাঁচ হাজার ৮৯৫ জন। এই সংখ্যাও মাদরাসা বোর্ডের ফলাফলে গত ছয় বছরের মধ্যে সর্বনিম্ন।

আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ১০টি বোর্ডের ফলাফলের অনুলিপি তুলে দেয়ার সময় শিক্ষামন্ত্রী সাংবাদিকদের সামনে এসব তথ্য তুলে ধরেন।

শিক্ষামন্ত্রী বলেন, এবার মাদরাসা বোর্ডে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে দুই লাখ ৫৩ হাজার ৩৪৪ জন। এদের মধ্যে পাস করেছে এক লাখ ৯৩ হাজার ৯১ জন। গতবারের চেয়ে ২৪ হাজার ২৬৩ জন শিক্ষার্থী পাস কম করেছে। পাসের হার ৭৬ দশমিক ২০ শতাংশ, গতবার যা ছিল ৮৮.২২ শতাংশ। পাসের হার কমেছে ১২.০২ শতাংশ।

পাসের হার কমানোর পাশাপাশি মাদরাসা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। শিক্ষামন্ত্রী জানান, এবার মাদ্রাসা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ৬১০ জন। গতবার যা ছিল পাঁচ হাজার ৮৯৫ জন। এবার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে তিন হাজার ২৮৫ জন।

গত পাঁচ বছরের মাদ্রাসা বোর্ডের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, গত ছয় বছরের মধ্যে এবারই পাসের হার বেশি কমেছে। অন্যান্য বছরগুলোর তুলনায় গত বছরেও পাসের হার কমেছিল। এবার এই বোর্ডে পাসের হার ৭৬ দশমিক ২০ শতাংশ। গত বছর এই হার ছিল ৮৮ দশমিক ২২ শতাংশ। এছাড়া ২০১৫ সালের এই হার ছিল ৯০ দশমিক ২, ২০১৪ সালে ছিল ৮৯ দশমিক ২৫, ২০১৩ সালে ছিল ৮৯ দশমিক ১৩ এবং ২০১২ সালে এই হার ছিল ৮৮ দশমিক ৪৭ শতাংশ।

যে কারণে এবার পাসের হার কম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ