রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী আরও দুই নেতা যেসব দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে  ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া জাগো হে কওমি তারুণ‍্য! রাতেই ঢাকাসহ তিন অঞ্চলে ঝড়ের আভাস অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে উদ্বৃত্ত সৃষ্টি: বাণিজ্য উপদেষ্টা চবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০ সিরাতকে ধারণের মাধ্যমেই সত্যিকার পরিবর্তন সম্ভব: ধর্ম উপদেষ্টা সিরাতুন্নবী (সা.) সাধারণ জ্ঞান প্রতিযোগিতার লাইভ ড্র অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর

বাংলা ভাষায় সীরাত চর্চায় মাওলানা মুহিউদ্দীন খান অনন্য দৃষ্টান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

369ইমদাদ ফয়েজী, সিলেট প্রতিনিধি

মাতৃভাষা বাংলাকে জনসাধরনের নিকট প্রিয় করে তুলতে ও ইসলামী বিধিবিধান প্রচারে সর্বাপেক্ষা বেশী অবদান রেখেছে দেশের প্রাচীনতম মাসিক পত্রিকা মাওলানা মুহিউদ্দীন খাঁন রাহ. প্রতিষ্ঠিত ‘মাসিক মদীনা’। বাবায়ে জমিয়ত খ্যাত মাওলানা শায়খ আশরাফ আলী বিশ্বনাথী রাহ. প্রতিষ্ঠিত জামিয়া মাদানিয়া বিশ্বনাথ সিলেটের উদ্যোগে মাসিক মদীনা সম্পাদক ফখরে মিল্লাত মাওলানা মুহিউদ্দীন খাঁন রাহ. স্মরণে আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

মহানবী সা. এর সীরাত বাংলা ভাষায় ব্যাপক চর্চা, অর্ধশত গ্রন্থ রচনা, তাফসীরে মাআরিফুল কুরআন বঙ্গানুবাদের মাধ্যমে মরহুম মাওলানা মুহিউদ্দীন খান যে অবদান রেখে গেছেন বিশ্বের ইতিহাসে তা নজিরবিহীন। বাংলা একাডেমিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উচিত মহান এই কর্মসাধকের মেধা ও সাহিত্যকর্মের মূল্যায়ন করা। বক্তারা দেশের সর্বাধিক পঠিত মাসিক পত্রিকা হিসেবে মদীনা সম্পাদককে জাতীয় পুরস্কারে ভূষিত করার দাবী জানান। শনিবার (১১ ফেব্রুয়ারী) জামিয়া ময়দানে আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

মাসিক আল ফারুকের ব্যবস্থাপনা সম্পাদক আলহাজ্ব হাফিজ হোসাইন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আলোচনা পেশ করেন, দৈনিক ইনকিলাবের সিনিয়র সহসম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, সাপ্তাহিক জমিয়তের সম্পাদক মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্মমহাসচিব সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মারকাজুল উলুম লন্ডনের প্রিন্সিপাল মাওলানা শোয়াইব আহমদ, মাসিক মদীনার বর্তমান সম্পাদক ড.আহমাদ বদরুদ্দীন খান, ইউরোপের জনপ্রিয় টিভি চ্যানেল ইক্বরা বাংলা টিভির উপস্থাপক মুফতি আব্দুল মুন্তাকিম, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা শাহ নজরুল ইসলাম, মাওলানা শাহ আশরাফ আলী মিয়াজানী, মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, মুফতি নাসির উদ্দীন খান, মাওলানা রশীদ আহমদ, সিলেট রিপোর্ট সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী, কবি নাজমুল ইসলাম মকবুল, মাওলানা সালিম কাসেমী প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন জামিয়ার প্রিন্সিপাল মাসিক আল ফারুক সম্পাদক মাওলানা শিব্বির আহমদ। সেমিনার পরিচালনা করেন মুফতি খন্দকার হারুনুর রশীদ ও মাওলানা হাম্মাদ গাজিনগরী।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ