রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে

স্কুল শিক্ষার্থীর পিঠে হাঁটলেন উপজেলা চেয়ারম্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

2458আওয়ার ইসলাম : এবার শিক্ষার্থীদের পিঠে চড়ে সমালোচিত হলেন এক জনপ্রতিনিধি। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুকে’ ছবিটি প্রকাশিত হওয়ার পর সমালোচনার ঝড় উঠেছে সর্ব মহলে।
 গত ৩০ জানুয়ারি চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নূর হোসেন পাটওয়ারী।

‘শিক্ষার্থীদের অনুরোধে’ শিক্ষার্থীদের মানবসৃষ্ট সেতুর উপর দিয়ে জুতা পায়ে হেঁটে যাওয়ার কথা দৈনিক সমকালের কাছে স্বীকার করেছেন তিনি।

ঘটনার বিবরণ দিয়ে নূর হোসেন পাটওয়ারী বলেন, 'আমি গত ৩০ জানুয়ারি নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে অংশগ্রহণ করি। ওইদিন বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই পদ্মা সেতু নির্মাণ করছেন তার প্রতি সন্তুষ্টি জানিয়ে আমাকে মানবসৃষ্ট সেতুর ওপর দিয়ে হাঁটার অনুরোধ জানায়। অনিচ্ছা সত্ত্বেও শিক্ষার্থীদের অনুরোধে আমি তাদের পিঠের ওপর কিছু সময় হাঁটি।'

তিনি আরও বলেন, 'শিক্ষার্থীদের পিঠে হাঁটার কোনো ইচ্ছে আমার ছিল না। আমি তাদের নিষেধও করেছিলাম। কিন্তু তাদের জোরালো অনুরোধে আমি সাড়া দিতে বাধ্য হই।'

এ ব্যাপারে বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র সবুজ হোসেন বলেন, 'গত সোমবার আমাদের স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত হয়। এতে আমরা অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেনকে মানবসৃষ্ট পদ্মা সেতুর ওপর দিয়ে হাঁটার অনুরোধ জানাই। সেই প্রেক্ষিতে তিনি আমাদের পিঠের ওপর হাঁটেন।'

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন বলেন, 'সোমবার অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নূর হোসেন প্রধান অতিথি ছিলেন। প্রতিবছরই আমরা ডিসপ্লে প্রদর্শন করি। এবারের ডিসপ্লেতে মানবসৃষ্ট পদ্মা সেতু তৈরি করে তাকে শিক্ষার্থীরা হাঁটার অনুরোধ জানায়। তাতে তিনি সাড়া দেন।'

হাইমচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান মিয়া বলেন, 'শিক্ষার্থীদের পিঠের ওপর দিয়ে হাঁটা খুবই লজ্জা ও দুঃখজনক বিষয়। এতে শিক্ষার্থী তথা শিক্ষা সমাজের প্রতি অবমূল্যায়ন হয়েছে।'

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ