রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী আরও দুই নেতা যেসব দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে  ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া জাগো হে কওমি তারুণ‍্য! রাতেই ঢাকাসহ তিন অঞ্চলে ঝড়ের আভাস অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে উদ্বৃত্ত সৃষ্টি: বাণিজ্য উপদেষ্টা চবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০ সিরাতকে ধারণের মাধ্যমেই সত্যিকার পরিবর্তন সম্ভব: ধর্ম উপদেষ্টা সিরাতুন্নবী (সা.) সাধারণ জ্ঞান প্রতিযোগিতার লাইভ ড্র অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে ছাত্র জমিয়তের র‍্যালি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইমদাদ ফয়েজী
সিলেট

sylhet12ছাত্র জমিয়ত বাংলাদেশ এর ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন উপলক্ষে আজ মঙ্গলবার সিলেট মহানগর ও জেলা ছাত্র জমিয়ত নগরীতে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে।

বেলা আড়াইটায় ওসমানী শিশুপার্কের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে কাজিরবাজার হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্রায় এসে শেষ হয়।

র‌্যালিতে ছাত্র জমিয়তের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারী সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, সিলেট মহানগর জমিয়তের সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান সিদ্দিকী, জেলা জমিয়তের সেক্রেটারী মাওলানা আতাউর রহমান, সাবেক কেন্দ্রীয় সেক্রেটারী মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সিলেট জেলা জমিয়তের সহসাধারণ সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, সিলেট জেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা আব্দুল মালিক কাসেমী, মাওলানা রশীদ আহমদ বিশ্বনাথী, মাওলানা নজরুল ইসলাম, সাকে কেন্দ্রীয় আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, জেলার সাবেক সেক্রেটারী মাওলানা গোলাম আমিম্বয়া কয়েস,সাবেক সহসভাপতি মাওলানা শিব্বির আহমদ, মুখতার হোসাইন, বর্তমান সভাপতি মাওলানা সাইফুর রহমান, সেক্রেটারী আব্দুল হামীদ খান, সাবেক জেলা ছাত্র জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী, বর্তমান জেলা সহসভাপতি লুৎফুর রহমান,সিলেট মহানগর ছাত্র জমিয়তের সহসভাপতি শিব্বির আহমদ রাজী, হাফিজ ফরহাদ আহমদ, সাবেক ছাত্র নেতা মাওলানা আব্দুল হালিম সাতবাকি, মোহাম্মদ আলী, সালেহ আহমদ শাহবাগী প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রায় ১ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত র‍্যালিতে সাদা-কালো দলীয় পতাকাসহ জাতীয় পতাকা হাতে প্রায় ২ হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ