রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টিকারী বক্তব্য থেকে বিরত থাকা উচিত গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন

শ্রীমঙ্গলে দারুল আজহার ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ismailআওয়ার ইসলাম : ইসলাম ও জাতীয় কারিকুলাম সমন্বিত বহুমুখি শিক্ষা প্রতিষ্ঠান, দারুল আজহার ইনস্টিটিউটের সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০১৭ সম্পন্ন হয়েছে।

রবিবার (২২ জানুয়ারি) দুপুর ১২ টায়, শ্রীমঙ্গল শহরতলীর মুসলিমবাগ আবাসিক এলাকাস্থ দারুল আজহার ইনস্টিটিউট সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।

দারুল আজহার ইনস্টিটিউটের প্রিন্সিপাল মাওলানা সোহাইল আহমদের সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল-কলামিস্ট এহসান বিন মুজাহিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন- মৌলভীবাজার জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য বদরুজ্জামান সেলিম।

বিশেষ অতিথিরি বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহসভাপতি ইসমাঈল মাহমুদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, মৌলভীবাজার জেলা প্রেসক্লাবের যুগ সাধারণ সম্পাদক আনহার আহমদ শমশাদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক মামুন আহমেদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কার্যকরি কমিটির সদস্য, বাংলা ট্রিবিউনের মৌলভীবাজার প্রতিনিধি সাইফুল ইসলাম, দারুল আজহার ইনস্টিটিউটের উপদেষ্টা মাওলানা আয়েত আলী, মাওলানা এমএ রহিম নোমানী, শেখবাড়ি জামেয়ার শিক্ষক মাওলানা শাব্বির আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুনগউড় সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমদ, এক্সাপার্ট কিন্ডার গার্ডেন স্কুলের প্রধান শিক্ষক আলী হোসেন, মডেল একাডেমির প্রধান শিক্ষক মাহবুবুল আলম স্বপন, দারুল আজহা শিক্ষক মাওলানা মাহবুবুল আলম বাশার, আব্দুস স্বুহান, রাকিব উদ্দিন, আশিকুর রহমান, আতিকুর রহমান, আরিফুল ইসলাম, মুহসিন আবেদিন, মিছবাহ উদ্দিন, শিক্ষিকা আনোয়ারা বেগম, ইয়াছমিন আখতার বৃষ্টি।

অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীসহ অভিভাবক-অভিভাবিকাগণ অংশগ্রহণ করেন। প্রসঙ্গত, গত ১৪ জানুয়ারি থেকে সম্পাতব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়ে শুরু হয়ে ২২ জানুয়ারি শেষ হয়। এতে দারুল আজহার ইনস্টিটিউটের প্লে গ্রুপ থেকে শুরু করে সপ্তম শ্রেণির শতাধিক ছাত্রছাত্রীরা বিভিন্ন খেলায় স্বতস্ফুর্ত অংশগহণ করে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ