শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৯ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত নেতা হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল আজ ঢাকার ২০ আসনের মনোনয়নপত্র বাছাই ও সিদ্ধান্ত খালেদা জিয়ার মৃত্যুতে কাতারের আমিরের শোক খুতবার প্রস্তুতিকালে মিম্বরেই ইমামের মৃত্যু বিশিষ্ট বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল গুলশান আজাদ মসজিদে মায়ের দোয়া মাহফিলে তারেক রহমান নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সালাহউদ্দিন আহমদ আল্লাহ স্বাক্ষী, ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত ‘ইসলামী ছাত্র আন্দোলনকে সাহাবাদের চরিত্র দৃঢ়ভাবে ধারণ করতে হবে’ ৭২ বছর ইমামতি, ‘শেষ খুতবা’র পর আবেগঘন বিদায় নিলেন মাওলানা আবদুল হক

ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিশুদের আদর্শ নাগরিক বানাতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম এ মান্নান, ফুলপুর থেকে

fulpur14ময়মনসিংহ জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য আছমা উল হোসনা শিমুল বলেছেন, ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয় ঘটিয়ে শিশুদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি শনিবার ফুলপুর উপজেলার ডিগ্রি কলেজ রোডস্থ এক্সিলেন্ট স্কুল অ্যান্ড মাদ্রাসায় আকস্মিক পরিদর্শনে এসে ছাত্রদের উদ্দেশ্যে এ কথা বলেন।

তিনি আরও বলেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারাই আগামী দিন রাষ্ট্র ও সমাজ পরিচালনা করবে। তাই তাদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে না পারলে জাতি ক্ষতিগ্রস্ত হবে। ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী মানুষ তৈরি ব্যতিত আদর্শ সমাজ গঠন সম্ভব নয়। প্রচলিত শিক্ষার পাশাপাশি ছাত্রদেরকে ধর্মীয় মূল্যবোধও শিক্ষা দিতে হবে।

ফুলপুর এক্সিলেন্ট স্কুল অ্যান্ড মাদ্রাসা সেরকমই একটি শিক্ষা প্রতিষ্ঠান উল্লেখ করে তিনি বলেন, প্রতিষ্ঠানটির উত্তরোত্তর উন্নয়নের জন্য সকলেরই এগিয়ে আসা উচিৎ। তিনি জেলা পরিষদ থেকে প্রতিষ্ঠানটির উন্নয়নের জন্য সম্ভব সব কিছুই করবেন বলেও আশ্বাস দেন।

এক্সিলেন্ট স্কুল অ্যান্ড মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন, সাপ্তাহিক ফুলপুরের ভারপ্রাপ্ত সম্পাদক ফুলপুর সাংবাদিক সমিতির সভাপতি নুরুল আমিন, শিক্ষানুরাগী হযরত আলী প্রমুখ। মানপত্র পাঠ করেন, মুস্তাকীম বিন আব্দুল মান্নান।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ