রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই

ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিশুদের আদর্শ নাগরিক বানাতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম এ মান্নান, ফুলপুর থেকে

fulpur14ময়মনসিংহ জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য আছমা উল হোসনা শিমুল বলেছেন, ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয় ঘটিয়ে শিশুদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি শনিবার ফুলপুর উপজেলার ডিগ্রি কলেজ রোডস্থ এক্সিলেন্ট স্কুল অ্যান্ড মাদ্রাসায় আকস্মিক পরিদর্শনে এসে ছাত্রদের উদ্দেশ্যে এ কথা বলেন।

তিনি আরও বলেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারাই আগামী দিন রাষ্ট্র ও সমাজ পরিচালনা করবে। তাই তাদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে না পারলে জাতি ক্ষতিগ্রস্ত হবে। ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী মানুষ তৈরি ব্যতিত আদর্শ সমাজ গঠন সম্ভব নয়। প্রচলিত শিক্ষার পাশাপাশি ছাত্রদেরকে ধর্মীয় মূল্যবোধও শিক্ষা দিতে হবে।

ফুলপুর এক্সিলেন্ট স্কুল অ্যান্ড মাদ্রাসা সেরকমই একটি শিক্ষা প্রতিষ্ঠান উল্লেখ করে তিনি বলেন, প্রতিষ্ঠানটির উত্তরোত্তর উন্নয়নের জন্য সকলেরই এগিয়ে আসা উচিৎ। তিনি জেলা পরিষদ থেকে প্রতিষ্ঠানটির উন্নয়নের জন্য সম্ভব সব কিছুই করবেন বলেও আশ্বাস দেন।

এক্সিলেন্ট স্কুল অ্যান্ড মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন, সাপ্তাহিক ফুলপুরের ভারপ্রাপ্ত সম্পাদক ফুলপুর সাংবাদিক সমিতির সভাপতি নুরুল আমিন, শিক্ষানুরাগী হযরত আলী প্রমুখ। মানপত্র পাঠ করেন, মুস্তাকীম বিন আব্দুল মান্নান।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ