শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৯ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত নেতা হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল আজ ঢাকার ২০ আসনের মনোনয়নপত্র বাছাই ও সিদ্ধান্ত খালেদা জিয়ার মৃত্যুতে কাতারের আমিরের শোক খুতবার প্রস্তুতিকালে মিম্বরেই ইমামের মৃত্যু বিশিষ্ট বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল গুলশান আজাদ মসজিদে মায়ের দোয়া মাহফিলে তারেক রহমান নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সালাহউদ্দিন আহমদ আল্লাহ স্বাক্ষী, ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত ‘ইসলামী ছাত্র আন্দোলনকে সাহাবাদের চরিত্র দৃঢ়ভাবে ধারণ করতে হবে’ ৭২ বছর ইমামতি, ‘শেষ খুতবা’র পর আবেগঘন বিদায় নিলেন মাওলানা আবদুল হক

সাভারে গ্যাসের পাইপ বিস্ফোরণে স্বামী-স্ত্রী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

savarআওয়ার ইসলাম: সাভার পৌর এলাকার ভাগলপুর-তারাপুর মহল্লায় চুলার গ্যাসের পাইপ বিস্ফোরণে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও অন্তত ৫ জন।

আজ শনিবার ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
নিহতরা হলেন, রওশন আলী এবং তার স্ত্রী খায়রুন্নেছা। হাসপাতালে দগ্ধ অবস্থায় ভর্তি আছেন ফাতেমা বেগম, মেহেরুন নেছা, হাজী মো. সেলিম, হযরত আলী ও হাজী তাজুল ইসলাম। তারা পরস্পরের আত্নীয় বলে জানা গেছে।

রওশন আলী ও তার স্ত্রী খায়রুন্নেছা সম্প্রতি তাদের আত্মীয় তাজুল ইসলামের বাড়ি সাভার পৌর এলাকার ভাগলপুর-তারাপুর মহল্লায় বেড়াতে আসে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সাভার মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) লুৎফর স্থানীয়দের বরাত দিয়ে জানায়, ভোররাত সাড়ে ৪টার দিকে হঠাৎ ভাগলপুর-তারাপুর মহল্লার জনৈক তাজুল মিয়ার বাড়ির একটি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে।
এসময় ওই ঘরে থাকা রওশন আলী এবং তার স্ত্রী খায়রুন্নেছা আগুনে পুড়ে হয়ে মারা যান।

আগুনে দগ্ধ হয়ে আহত হন অন্তত ৫ জন। রান্নাঘরের গ্যাস লাইন থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
আহতদেরকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ