সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
ভারতের বিশিষ্ট আলেম মাওলানা সাইয়িদ মুহাম্মাদ আকিল মাযাহেরি আর নেই আগামী মাসের শুরুতেই শেখ হাসিনার বিচার : প্রধান উপদেষ্টা বজ্রপাতে প্রাণ গেল মাদরাসা শিক্ষকের ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই শান্তি প্রতিষ্ঠা হবে: নূরুল ইসলাম বুলবুল প্রস্তুতি সম্পন্ন, রাতে শুরু হচ্ছে হজ ফ্লাইট ফ্রান্সে মসজিদে ঢুকে মুসল্লিকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা ভারতীয় মুসলিমদের পাকিস্তানিদের সঙ্গে তুলনা উচিত নয়: বিজেপি বিধায়ক মুফতী ফয়জুল করীমের মেয়রের চেয়ারে বসা আটকে আছে কোথায়? মোদি ইসরায়েলের পক্ষে, ইসলাম-মুসলমানের শত্রু: মাওলানা ফজলুর রহমান কিশোরগঞ্জে হাওরে ইসলামী আন্দোলনের শরবত বিতরণ

মুখোমুখি সংঘর্ষে পদ্মায় স্পিডবোট ডুবি; নিখোঁজ ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

speed_boat_আওয়ার ইসলাম:  পদ্মা নদীর কাওড়াকান্দি-শিমুলিয়া নৌ রুটে মুখোমুখি সংঘর্ষের পর দুটি স্পিডবোট ডুবে গেছে।

জানা যায়,  ঘন কুয়াশার কারণে মুখোমুখী  সংঘর্ষে  স্পিডবোট ডুবির ঘটনা ঘটে। এতে দু'জন যাত্রী নিখোঁজ রয়েছেন। আর আহত হয়েছেন অন্তত ৮ জন।

শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শিমুলিয়া থেকে যাত্রীবাহী একটি স্পিডবোট কাওড়াকান্দি ঘাটের কাছাকাছি আসলে কাওড়াকান্দি থেকে ছেড়ে যাওয়া অপর একটি যাত্রীবাহী স্পিডবোটের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় উভয় বোটই পানিতে ডুবে যায়। তাৎক্ষণিকভাবে কয়েকজন যাত্রী সাঁতরে তীরে  উঠতে সক্ষম হন। বাকি যাত্রীদের অন্য বোট গিয়ে উদ্ধার করে।

তবে এ ঘটনায় এখনও দু'জন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
দুর্ঘটনার পর থেকে ফায়ার সার্ভিস শিবচর ইউনিটের একটি দল উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

এদিকে লিপি বেগম (৩৫) নামের এক মহিলা নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন তার ভাই সফিকুল ইসলাম। তার বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়।

সফিকুল জানান, সকালে ভাই ও ভাগ্নেকে নিয়ে লিপি ঢাকার উদ্দেশে রওনা করে এ দুর্ঘটনার শিকার হন।
পরে ভাই রুবেল ও ভাগ্নে তৌফিককে গুরুতর অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তবে শিবচর থানার তদন্ত কর্মকর্তা আবুল খায়ের মিয়া জানান, কাওড়াকান্দি ঘাট এলাকায় স্পিডবোট দুর্ঘটনায় সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ