বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬ নড়াইল-২ এনপিপির চেয়ারম্যানকে ‘গ্রিন সিগন্যাল’ ঢাকাস্থ বাজিতপুর-নিকলী উলামা পরিষদের মতবিনিময়, কর্মসূচি গ্রহণ মিসরে বাংলাদেশি ছাত্রদের সংগঠন ‘ইত্তিহাদ’-এর নতুন কমিটি দাওরায়ে হাদিস সনদধারীদের নিয়োগে ধর্ম উপদেষ্টার ডিও লেটার সুদানে জানাজায় হামলা, নিহত ৪০

মুখোমুখি সংঘর্ষে পদ্মায় স্পিডবোট ডুবি; নিখোঁজ ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

speed_boat_আওয়ার ইসলাম:  পদ্মা নদীর কাওড়াকান্দি-শিমুলিয়া নৌ রুটে মুখোমুখি সংঘর্ষের পর দুটি স্পিডবোট ডুবে গেছে।

জানা যায়,  ঘন কুয়াশার কারণে মুখোমুখী  সংঘর্ষে  স্পিডবোট ডুবির ঘটনা ঘটে। এতে দু'জন যাত্রী নিখোঁজ রয়েছেন। আর আহত হয়েছেন অন্তত ৮ জন।

শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শিমুলিয়া থেকে যাত্রীবাহী একটি স্পিডবোট কাওড়াকান্দি ঘাটের কাছাকাছি আসলে কাওড়াকান্দি থেকে ছেড়ে যাওয়া অপর একটি যাত্রীবাহী স্পিডবোটের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় উভয় বোটই পানিতে ডুবে যায়। তাৎক্ষণিকভাবে কয়েকজন যাত্রী সাঁতরে তীরে  উঠতে সক্ষম হন। বাকি যাত্রীদের অন্য বোট গিয়ে উদ্ধার করে।

তবে এ ঘটনায় এখনও দু'জন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
দুর্ঘটনার পর থেকে ফায়ার সার্ভিস শিবচর ইউনিটের একটি দল উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

এদিকে লিপি বেগম (৩৫) নামের এক মহিলা নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন তার ভাই সফিকুল ইসলাম। তার বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়।

সফিকুল জানান, সকালে ভাই ও ভাগ্নেকে নিয়ে লিপি ঢাকার উদ্দেশে রওনা করে এ দুর্ঘটনার শিকার হন।
পরে ভাই রুবেল ও ভাগ্নে তৌফিককে গুরুতর অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তবে শিবচর থানার তদন্ত কর্মকর্তা আবুল খায়ের মিয়া জানান, কাওড়াকান্দি ঘাট এলাকায় স্পিডবোট দুর্ঘটনায় সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ