রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ বৈশাখ ১৪৩২ ।। ২৯ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
‘পাকিস্তানের পক্ষে ২ কোটি শিখ’, ভারতকে হুঁশিয়ারি খালিস্তানি নেতার জামায়াতের সাথে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হজসেবায় অত্যাধুনিক মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ চালু হচ্ছে সোমবার  নারীবিষয়ক সংস্কার কমিশন তসলিমা নাসরিনের দোসর : আমিরে মজলিস দাওরায়ে হাদিস পাসে চাকরি দিচ্ছে বোনাফাইড টেক্সটাইল ইসলামি দলগুলোর নির্বাহী কমিটি গঠন প্রক্রিয়ায় পরিবর্তন আনা দরকার সংস্কার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে না : খেলাফত আন্দোলন ‘ইসলামি দলগুলোর মধ্যে বোঝাপড়ার যে সূচনা হয়েছে তা ধরে রাখতে হবে’ ‘ইসলামীবিরোধী নারী কমিশন বাতিল করতে হবে’ হজের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে সময়ের আলোর আয়োজনে গোলটেবিল

শেরপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিনহাজ উদ্দীন
শেরপুর

sherpur5‘রক্ত দিন-জীবন বাচাঁন’ এই স্লোগানকে সামনে রেখে শেরপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

২০ নভেম্বর রবিবার স্বেচ্ছায় রক্তদান সংগঠন ‘সুরক্ষা’র শেরপুর সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট শাখার আয়োজনে ক্যাম্পাস প্রাঙ্গণে দিনব্যাপী ওই কর্মসূচি চলে।

ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন আনুষ্ঠানিকভাবে ওই কার্যক্রমের উদ্বোধন করেন।

এতে বক্তব্য রাখেন ৪ বিভাগীয় প্রধান ননটেক (আরএস)- তাসলিমা বেগম, এনভাইরনমেন্ট মাহবুবুল ইসলাম, ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স নাহিরুল ইসলাম এবং সিভিল মাহমুদুল হাসান।

আয়োজকদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ মজিবুর রহমান স্বপন, মোঃ রাজিবুর রহমান, মোঃ নাসিম, মোঃ আনোয়ার প্রমুখ।

এছাড়া ব্লাড ব্যাংক অব নকলার পক্ষে মোঃ মোশারফ হোসেন ও শফিউল আলম লাভলু, প্রেস মিডিয়ার সংবাদ কর্মীসহ ৬ শতাধিক শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

দিনব্যাপী ওই কর্মসূচিতে ৪শ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

বক্তারা উপস্থিতিদের উদ্দেশ্যে বলেন, সর্বস্থরের জনগণকে সাথে নিয়ে প্রথমে নিজ প্রতিষ্ঠান অতঃপর পর্যায়ক্রমে সারা দেশকে সন্ত্রাস ও মাদক মুক্ত করার চেষ্টা অব্যহত রাখাসহ বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা, রক্ত দাতাদের ডেটাবেজ সংরক্ষণ করা এবং যে কোন মুমূর্ষ রোগীর প্রয়োজনে বিনামূল্যে রক্ত দিয়ে মানুষের জীবন বাচাঁনোই এই সংগঠনের মূল লক্ষ্য।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ