রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য

ব্রিটিশ সরকারের ক্ষমা চাওয়ার দাবি জানালো ফিলিস্তিনিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

the-guardian-abd-filistin-i-tehdit-etti-680x420আওয়ার ইসলাম: ফিলিস্তিনের কর্মীরা বেলফোর ঘোষণার জন্য ব্রিটিশ সরকারকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে প্রচারণা শুরু করেছে । প্রায় এক শতাব্দী আগে এই ঘোষণার মাধ্যমে ঐতিহাসিক ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্রের অঙ্গীকার করা হয়েছিল।

গত মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্ট হাউসে ফিলিস্তিনি গ্রুপ ও তাদের সমর্থকরা এ প্রচারণার অংশ হিসেবে সাধারণ মানুষের সাক্ষর গ্রহণ শুরু করেছেন। ফিলিস্তিনি জনগণের দুঃখ-দুর্দশার জন্য এ অঞ্চলে ব্যাপক ব্রিটিশ উপনিবেশবাদ এবং বেলফোর ঘোষণাকে তারা দায়ী করেন।

পিটিশনটি স্বাক্ষরের সংখ্যা ১,০০,০০০ পৌঁছলে ইস্যুটি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে একটি বির্তক অনুষ্ঠানের জন্য বিবেচনা করা হবে।

ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষের স্বতন্ত্র সদস্য ব্যারোনেস জেনি জানান, পার্লামেন্টে পিটিশনটি অগ্রাহ্য হবে কিনা তা নির্ভর করেছে ফিলিস্তিনি সমর্থক এমপিরা কতটা চাপ প্রয়োগ করে তার ওপর।

তিনি বলেন, ‘এজন্য হাউস অব কমন্স এবং লর্ডসের প্রতিনিধিদের আগামী বছরজুড়ে বিষয়টি উত্থাপন করতে হবে।’

২০১৭ সালের নভেম্বরে বেলফোর অঙ্গীকারের শততম বার্ষিকীতে যুক্তরাজ্যে ফিলিস্তিনের কূটনৈতিক মিশন দ্বারা সমর্থিত কর্মীরা ব্রিটিশ সরকারকে চাপ প্রয়োগের এ পরিকল্পনা নিয়েছে।

১৯১৭ সালের নভেম্বর মাসে বেলফোর ঘোষণায় তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোর বলেছিলেন, ‘ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি জনগণের জন্য জাতীয় আবাসন গড়ে তোলার বিষয়ে ব্রিটিশ সরকার ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে।’ এই ঘোষণা ১৯৪৮ সালে ফিলিস্তিনিদের জন্য ডেকে আনে ইতিহাসের কলংকিত অধ্যায়।

সূত্র: আলজাজিরা

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ