রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে

পবিত্র মক্কায় হুথিদের হামলার প্রতিবাদে মুসলিম বিশ্বকে এগিয়ে আসার আহবান সৌদির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

salman-bin-a-azizআওয়ার ইসলাম: মক্কার দিকে হুথিদের মিজাইল নিক্ষেপের তীব্র নিন্দা করেছে সৌদি আরবের মন্ত্রী পরিষদ। সেই সঙ্গে মক্কায় মিজাইল হামলার প্রতিবাদে মুসলিম বিশ্বকে সহযোগিতার আহবান জানায় মন্ত্রী পরিষদ।  সোমবার সৌদি আরবের  পবিত্র দুই মসজিদের তত্ত্বাবধায়ক বাদশা সালমানের সভাপতিত্বে রিয়াদের আল-ইয়ামাহা হোটেলে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

বক্তারা ইয়েমেনের হুথি বিদ্রোহীরা বৃহস্পতিবার মক্কায় যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তা ইতিহাসে জঘন্য ঘটনা বলে মন্তব্য করেন।

মন্ত্রিসভার সদস্যরা মনে করেন, আল্লাহর পবিত্র ঘরকে লক্ষ্য করে যে হামলা করা হয়েছে তাতে মুসলিম হৃদয়ে গভীরভাবে আঘাত হানা হয়েছে। ইসলামের উপর এ ধরনের আঘাতের প্রতিবাদে আরব ও অন্যান্য বন্ধু মুসলিম দেশ এবং সংগঠনগুলোকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন তারা।

মক্কায় হামলা দেড়শ কোটি মুসলিমের উপর হামলা: শায়েখ সুদাইস

সৌদির বিভিন্ন সামরিক খাতের নিরাপত্তা বাহিনী প্রদেশ ও প্রদেশের সীমানা রক্ষায় যে বীরত্বপূর্ণ প্রচেষ্টা চালিয়েছন তার প্রশংসা করেন সভায় উপস্থিত বক্তারা। নিরাপত্তা আরো জোরদার করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়।

মন্ত্রী সভায় পাকিস্তানে কোয়েটায় পুলিশ একাডেমিতে ঘটে যাওয়া নৃশংস হামলা ও কেনিয়ার মানদেরায় হোটেল হামলার তীব্র নিন্দা জানানো হয়।

স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যাওয়া সত্ত্বেও অর্থনৈতিক ও আর্থিক সমস্যার মোকাবিলা যেভাবে করা হচ্ছে তার একটি পরিসংখ্যান দেখানো হয় সভায়। অন্য সমস্যার কথাও আলোচনায় উঠে আসে। সৌদি বর্তমান সমস্যার সফলভাবে মোকাবিলার ব্যবস্থা নেওয়ার উপর জোর দেওয়া হয় মন্ত্রিসভার বৈঠকে।

সূত্র: আরব নিউজ

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ