রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
চবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০ সিরাতকে ধারণের মাধ্যমেই সত্যিকার পরিবর্তন সম্ভব: ধর্ম উপদেষ্টা সিরাতুন্নবী (সা.) সাধারণ জ্ঞান প্রতিযোগিতার লাইভ ড্র অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ

‘আর নয় আলেপ্পায় বিমান হামলা'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

4bkae27723e699gi6p_800c450আওয়ার ইসলাম : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়ার আলেপ্পো নগরীতে এখনই আবার জঙ্গিদের ওপর বিমান হামলা শুরু করার প্রয়োজন নেই। মানবিক যুদ্ধবিরতির পর রাশিয়ার সেনাবাহিনী আবার হামলা শুরু করার অনুমতি চাইলে প্রেসিডেন্ট পুতিন তা নাকচ করে দিয়েছেন বলে জানিয়েছে তার আবাসিক দপ্তর ক্রেমলিন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, আলেপ্পোয় তৎপর উগ্র জঙ্গিদেরকে কথিত মধ্যপন্থি বিদ্রোহীদের  থেকে আলাদা করতে আমেরিকাকে যথেষ্ট সময় দেয়ার জন্য পুতিন সেখানে হামলা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। তবে একইসঙ্গে সিরিয়ার সেনাবাহিনীকে রক্ষা করার জন্য রাশিয়া যেকোনো সময় যেকোনো ব্যবস্থা নেয়ার পথ খোলা রেখেছে বলেও জানান পেসকভ।

এর আগে শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল, বিমান হামলা বন্ধ হওয়ার পর আলেপ্পোর পূর্ব অংশে জঙ্গি হামলা বেড়ে গেছে এবং এর ফলে বেসামরিক নাগরিকরা বেশি সংখ্যায় মারা পড়ছে। এ অবস্থায় সেখানে আবার বিমান হামলা শুরু করার অনুমতি চেয়েছিল ওই মন্ত্রণালয়।

আলেপ্পোয় অবস্থানরত জঙ্গিরা শুক্রবার নগরীর পূর্ব অংশের আল-হামদানিয়া, আল-ফুরকান, আল-আজামিয়া, আল-জামিলিয়া, আল-মাশারাকা, আল-ফেইদ, আল-আজায়াহ, আল-মারাতিনি ও আল-মিরদিয়ান এলাকায় শত শত কামানের গোলা নিক্ষেপ করে। এর ফলে বহু বেসামরিক ব্যক্তি হতাহত হয়। জঙ্গিরা এমন সময় এসব হামলা চালাল যখন সিরিয়া ও রাশিয়ার বিমান বাহিনী একতরফাভাবে ঘোষিত মানবিক যুদ্ধবিরতির আওতায় গত ১০ দিন ধরে আলেপ্পোয় জঙ্গি অবস্থানে বিমান হামলা বন্ধ রেখেছে।

আলেপ্পোর পশ্চিম অংশ নিয়ন্ত্রণ করছে সিরিয়ার সরকারি সেনারা। অন্যদিকে এটির পূর্ব অংশ রয়েছে জঙ্গিদের দখলে। সিরিয়া ও রাশিয়ার সেনাবাহিনী ওই অংশ জঙ্গিদের কাছ থেকে পুনর্দখলের লক্ষ্যে সেখানে বিমান হামলা চালাচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ