রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই

নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

goessharআওয়ার ইসলাম: যে কোনো সময় নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বুধবার রাজধানীতে আয়োজিত এক স্মরণসভায় এসব কথা বলেন গয়েশ্বর।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘জনগণ ভোট দিতে পারলে বিএনপির ক্ষমতায় যাওয়া ঠেকানো যাবে না।’

নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে গয়েশ্বর বলেন, ‘৫ জানুয়ারির মতো নির্বাচনের পরিকল্পনা থাকলে প্রস্তুতির দরকার কি? কোনো দলকে খুশি করার জন্য নয়, এমন নির্বাচন কমিশন গঠন করতে হবে যাতে জনগণ নির্ভয়ে ভোট দিতে পারে।’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘বিএনপি ৩০০ আসনে নমিনেশন দেওয়ার মতো ক্ষমতা রাখে। বিএনপির আবার প্রিপারেশনের (প্রস্তুতি) দরকার আছে নাকি?  প্রিপারেশন হাসিনার দরকার। তার ভোট কেমনে কাটতে হইব। ভোটাররে ভোট দিতে দিব না, তার একটা প্রিপারেশন দরকার হবে। বাট বিএনপির ভোট কাটার জন্য প্রিপারেশনের দরকার নাই। বিএনপির প্রার্থী নির্বাচনে প্রিপারেশনের দরকার নাই। যে কোনো সময় বিএনপি নির্বাচনের জন্য সদা প্রস্তুত। সেই নির্বাচনে যদি জনগণ ভোট দিতে পারে তো বিএনপির আসন আটকায়া রাখে এমন কোনো শক্তি বাংলাদেশের নাই।’

অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞানী এমাজউদ্দীন আহমদ গ্রহণযোগ্য নির্বাচনের পথ তৈরি করতে ক্ষমতাসীন দলের প্রতি আহ্বান জানান।

সূত্র: এন টিভি

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ