রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টিকারী বক্তব্য থেকে বিরত থাকা উচিত গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন ‘পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই’ ডাকসু-জাকসুর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে, আশা জামায়াত আমিরের জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক 

গরু নিয়ে মুখ খুললেন মোদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

modiআওয়ার ইসলাম: ভারতে গরু নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে উত্তেজনা। গরু রক্ষার নামে দেশটির মুসলিম সম্প্রদায়ের ওপর অহরহ ঘটছে হামলার ঘটনা। খুন করা হয়েছে অনেককে। এ নিয়ে পর্যন্ত কোনো কথা বলেননি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তবে গতকাল শনিবার এই নিয়ে কথা বলতে দেখা গেছে তাকে।

উত্তরপ্রদেশের দাদরি থেকে গো-রক্ষার নামে বিগত কয়েক মাস ধরে দেশে যে অরাজক পরিস্থিতি চলছে তা নিয়ে নরেন্দ্র মোদি বলেন, যারা গো-রক্ষার নামে যা ইচ্ছে তাই করছে তারা সমাজবিরোধী। দিল্লির টাউন হলে এসব ‘গো-রক্ষকদের’ কড়া সমালোচনা করেন তিনি।

মোদি বলেন, ‘গরু রক্ষার নাম করে যারা দোকান খুলে বসেছে, আমি সেই লোকগুলোর উপর ক্ষুব্ধ।’ এরপরই তিনি বলেন, হত্যার কারণে গরু মরছে না। প্লাস্টিকের মতো আবর্জনা খেয়েই এত গরু মরছে। যদি কেউ সত্যি গরুর সেবা করতে চান, তাদের উচিত যেখানে সেখানে প্লাস্টিক না ফেলা।

এই স্বঘোষিত গো-রক্ষকদের তথ্যপঞ্জি তৈরি করে রাজ্য সরকারগুলোকে পদক্ষেপ নিতে নির্দেশও দিয়েছেন মোদি। এছাড়া ভারতের বর্তমান অর্থনীতির প্রশংসা করেন মোদি।

উল্লেখ্য, ভারতে গরু নিয়ে মুসলিমদের ওপর একের পর এক হামলার কারণে কঠোর সমালোচনায় পড়েছে মোদি সরকার। খোদ যুক্তরাষ্ট্র পর্যন্ত বিষয়টি নিয়ে ভারতকে সতর্ক করেছে।
আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ