সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
‘৩ মে’র মহাসমাবেশ হবে তৌহিদি জনতার গুরুত্বপূর্ণ মাইলফলক’ ৩ মের মহাসমাবেশ সফল করতে হেফাজত আমিরের আহ্বান হজ অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ইসলামবিরোধী কবিতা লিখে নির্বাসিত, ৫০ বছরেও ফিরতে পারেননি দেশে তিন পুরুষের জমিয়ত উত্তরসূরী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা হেফাজতের খুলনা মহানগরী সভাপতি মাওলানা সাখাওয়াত, সম্পাদক গোলামুর রহমান যুদ্ধের মাঝে যৌথ অস্ত্র উৎপাদন: ভারত-ইসরায়েল সামরিক সম্পর্কের বিবর্তন তাকওয়ার ছায়ায় মানবসভ্যতার বিকাশ ‘মানুষের ক্ষুধা নিবারণ না করতে পারলে সংস্কার-নির্বাচন ভেস্তে যাবে’

জঙ্গি দল ছাড়লেই ১০ লাখ টাকা পুরস্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

benjirআওয়ার ইসলাম: নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন থেকে কেউ স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে তাকে ১০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ। এছাড়াও কেউ জঙ্গির তথ্য দিলে তাকে পাঁচ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলেও ঘোষণা দেন তিনি।

বগুড়ার সারিয়াকান্দি ও ধুনট উপজেলায় জঙ্গিবিরোধী অভিযান শেষে সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

র‌্যাব মহাপরিচালক জানান, কোনো জঙ্গি তার দলের ব্যাপারে তথ্য দিলে ১০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। কেউ জঙ্গিদের সুনির্দিষ্ট তথ্য দিলে পাঁচ লাখ টাকা পুরস্কার এবং তাকে ও তার পরিবারকে নিরাপত্তা দেওয়া হবে।

এদিকে বগুড়ার সারিয়াকান্দি ও ধুনট উপজেলা রাত-দিন জঙ্গিবিরোধী নিষ্ফল অভিযান শেষ হয়েছে। এ অভিযান চালিয়ে ৫টি চাপাতি, ম্যাগজিন রাখার বেল্ট ও কয়েকটি জিহাদি বই উদ্ধার করেছে যৌথ বাহিনী। গত রবিবার মধ্য রাত থেকে সোমবার বিকেল পর্যন্ত দুটি দলের সহস্রাধিক র‌্যাব, পুলিশ ও বিজিবি সদস্য এ অভিযান পরিচালনা করে। তবে, এত দীর্ঘ সময় অভিযান চালিয়ে কাউকে আটক করতে পারেনি যৌথ বাহিনী।

সারিয়াকান্দি উপজেলার দুর্গম চরাঞ্চল ঘাঘুয়া, জামফল, পাঁচবাড়িয়া, ট্যাংরাকুড়া, সনপচা ও কাজলা এলাকা এবং জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার পাকরুল চরে এবং ধুনটের নিমগাছী ইউনিয়নের ধামাচামা, নাংলু, বেড়েরবাড়ী, নান্দিয়ারপাড়া, মাঝবাড়ী, জয়শিং জঙ্গিবিরোধী অভিযান নামে যৌথবাহিনী।

/আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ