সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
ভারতের বিশিষ্ট আলেম মাওলানা সাইয়িদ মুহাম্মাদ আকিল মাযাহেরি আর নেই আগামী মাসের শুরুতেই শেখ হাসিনার বিচার : প্রধান উপদেষ্টা বজ্রপাতে প্রাণ গেল মাদরাসা শিক্ষকের ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই শান্তি প্রতিষ্ঠা হবে: নূরুল ইসলাম বুলবুল প্রস্তুতি সম্পন্ন, রাতে শুরু হচ্ছে হজ ফ্লাইট ফ্রান্সে মসজিদে ঢুকে মুসল্লিকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা ভারতীয় মুসলিমদের পাকিস্তানিদের সঙ্গে তুলনা উচিত নয়: বিজেপি বিধায়ক মুফতী ফয়জুল করীমের মেয়রের চেয়ারে বসা আটকে আছে কোথায়? মোদি ইসরায়েলের পক্ষে, ইসলাম-মুসলমানের শত্রু: মাওলানা ফজলুর রহমান কিশোরগঞ্জে হাওরে ইসলামী আন্দোলনের শরবত বিতরণ

‘তাকওয়া অর্জিত হলেই দেশ এগিয়ে যাবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

570879398_nঢাকা : ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ বলেছেন, সিয়াম-সাধনা মুসলমানদের জীবন যাপনে সংযম, শৃঙ্খলা ও নিয়মানুবর্তীতা আনে। সকল কাজে এবং সর্বাবস্থায় মুমিনের অন্তুরে আল্লাহর ভয় এবং তাকওয়ার বীজ বপন করে। এমন তাকওয়া অর্জিত হলেই দেশ এগিয়ে যাবে। দেশের মানুষ শান্তিতে বসবাস করবে।

তিনি বলেন, ইসলামী ঐক্যজোট বিশ্বাস করে, একমাত্র আল্লাহমুখী, তাকওয়াভিত্তিক রাজনীতির মাধ্যমেই দেশের কাঙ্খিত উন্নয়ন, অগ্রগতি, জনগণের জান-মালের নিরাপত্তা বিধান সম্ভব এবং সেই লক্ষ্য অর্জনে জোট কাজ করে যাচ্ছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর হোটেল পূর্বাণীতে রাজনীতিবিদ, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিলের আলোচনায় তিনি এ কথা বলেন। মাহফিলে সভাপতিত্ব করেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী দুআ পরিচালনা করেন খেলাফত আন্দোলনের প্রধান মাওলানা শাহ আতাউল্লাহ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন এনপিপির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাষানী) এর চেয়ারম্যান আনোয়ারুল হক, ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী, মাওলানা আব্দুর রশিদ মজুমদার, মাওলানা আবু তাহের জেহাদী, অধ্যাপক মাওলানা এহতেশাম সারওয়ার, মাওলানা যোবায়ের আহমদ, মাওলানা জসিম উদ্দিন, মুসলিমলীগের মহাসচিব কাজী আবুল খায়ের, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, মুসলিম লীগের মহাসচিব আতিকুল ইসলাম, দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মুহিউদ্দিন, দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান নদভী, মুভ ফাউন্ডেশনের সভাপতি সাইফুল হক, বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেসের চেয়ারম্যান শেখ শহিদুজ্জামান, ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন, খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা মুজিবুর রহমান হামিদী, শাহতলির পীর সাহেবের প্রতিনিধি মুফতি আবু জাফর, ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মুফতী তৈয়্যব হোসাইন, মাওলানা ফজলুর রহমান, মাওলানা আবুল কাশেম, মাওলানা শেখ লোকমান হোসাইন, মাওলানা আহলুল্লাহ ওয়াছেল, মাওলানা মঈনুদ্দিন রুহী, সহকারী মহাসচিব মাওলানা ফারুক আহমদ, মাওলানা জুনায়েদ গুলজার, মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা গাজী ইয়াকুব, সাংগঠনিক সচিব মাওলানা সাখাওয়াত হোসাইন, দফতর সচিব মাওলানা রিয়াজতুল্লাহ, যুব বিষয়ক সম্পাদক মাওলানা আ.ন.ম আহমদউল্লাহ, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আনছারুল হক ইমরান, নির্বাহী সদস্য মাওলানা মেহেদী হাসান, ফরিদপুর জেলা সভাপতি মাওলানা লিয়াকত, নরসিংদী জেলা সভাপতি মাওলানা মুজিবর রহমান, বি-বাড়ীয়া সদর সভাপতি মাওলানা আল আমিন মামুন, চট্টগ্রামের মাওলানা হাজী মোজাম্মেল, মাওলানা সালামতুল্লাহ প্রমুখ।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ