খুলনা জেলায় দুর্বৃত্তদের গুলিতে আরিফুল ইসলাম (৪০) নামে সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন।
সোমবার (২৪ জুন) দিবাগত রাতে কুয়েট পকেট গেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আরিফ যোগীপোল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং কুয়েট গেট এলাকার আমির হোসেনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রাত সোয়া ১১টার দিকে খুলনায় প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) পকেট গেটের সামনে দুর্বৃত্তদের গুলিতে যোগীপোল ইউনিয়ন সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত প্রথমে দূর থেকে গুলি করে। পরে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আড়ংঘাটা থানার ওসি কামাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
কেএল/
 
                              
                           
                              
                           
                         
                              
                          _original_1696068709.jpg) 
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                         
                                      
                                         
                               
                               
                              