সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ ।। ১৭ ভাদ্র ১৪৩২ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাপার কার্যক্রম স্থগিতে সরকারকে পদক্ষেপ নিতে বলল এনসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, প্রো-ভিসি ও প্রক্টর সহ আহত দুই শতাধিক ধর্ম উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনারের সাক্ষাৎ  নির্বাচন ঘিরে অশুভ শক্তির অপতৎপরতা ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে ‘চবির ঘটনা নীলনকশার অংশ কি না খতিয়ে দেখতে হবে’ ১৮ সেপ্টেম্বর উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জমিয়তের ‘নিষিদ্ধ ছাত্রলীগ সারা দেশে কালেক্টিভ অ্যাটাকের পরিকল্পনা করছে’ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল আলিয়া মাদরাসার অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা ডিসেম্বরে আমি রাজনীতি থেকে বিরত হব না: ফজলুর রহমান

পঞ্চগড়ে সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদের সেমিনার অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ পঞ্চগড়ের উদ্যোগে ‘খতমে নবুওয়ত আক্বিদা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) রাজনগরের পঞ্চগড় কমিউনিটি সেন্টারে কাদিয়ানি ফেতনা থেকে সাধারণ মানুষকে সচেতন করতে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল হান্নান। এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খতমে নবুওয়ত মারকায বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা পরিচালক মুফতী শুয়াইব ইবরাহীম।

বক্তব্য রাখেন, সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষন পরিষদ পঞ্চগড়ের সাধারণ সম্পাদক জনাব ক্বারী আব্দুল্লাহ, উপদেষ্টা মাওলানা মাহমুদুল আলম, সাবেক পৌর মেয়র জনাব তৌহিদুল ইসলাম প্রমুখ।

আকিদায়ে খতমে নবুওয়ত বিষয়ে সেমিনারে বক্তারা বলেন, খতমে নবুওয়ত আকিদা ইসলামের অপরিহার্য একটি ধর্ম বিশ্বাস। খতমে নবুওয়ত আকিদার অর্থ হল, আল্লাহ তায়ালা মানুষের হেদায়েতের জন্য যুগে যুগে অগণিত নবী-রাসূল প্রেরণ করেছেন। সেই ধারাবাহিকতায় সবশেষে হযরত মুহাম্মাদ সা.কে শেষ নবী ও রাসূল বানিয়ে পাঠিয়েছেন এবং তার মাধ্যমে মানুষের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। নবী মুহাম্মাদ সা. এর পরে আর কোনো নবী বা রাসুলের প্রয়োজন নেই। সুতরাং হযরত মুহাম্মাদ সা. সর্বদিক থেকে সর্বশেষ নবী ও রাসূল। তার পরে নতুন কেউ নবী হয়ে আসবে না। এই ধর্ম বিশ্বাস অটুট থাকলে ইসলাম কিয়ামত পর্যন্ত স্থায়ী হয়। অন্যথায় ইসলাম চিরস্থায়ী ধর্ম হিসেবে বাকি থাকে না। 

সেমিনারের ইশতেহারে বক্তারা অনতিবিলম্বে কাদিয়ানিদের সরকারীভাবে সংখ্যালঘু অমুসলিম ঘোষণা করার দাবি জানান ।

সেমিনারে পঞ্চগড়ে আহমদনগরে কাদিয়ানীদের আহুত আগামী ২৩, ২৪, ২৫ ফেব্রুয়ারী ২০২৪ -এর তথাকথিত সালানা জলসা বন্ধের দাবি করা হয়। অন্যথায় সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণন পরিষদ আপামর সাধারণ জনতাকে সঙ্গে নিয়ে দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ কর্মসূচী পালন করবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ