মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত 

রাজবাড়ী ভাজনচালা মাদরাসার প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠিত 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

।।মো. সাখাওয়াত হোসেন।।

রাজবাড়ীর দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম ভাজনচালা মাদরাসার প্রাক্তন ছাত্রদের (১৯৫২-২০২৪) পুনর্মিলনী -২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) বিকেল ৩টায় বিনোদপুরের ভাজনচালা দারুল উলুম মাদরাসা মিলনায়তনে এ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

মাদরাসার প্রাক্তন ছাত্র হাফেজ মাওলানা মোহাম্মদ একরামুল হক মাহবুব জানান, সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে আগত মাদরাসার প্রাক্তন ছাত্রদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মাদরাসার মিলনায়তন। শত শত হাফেজ আলেমদের (প্রাক্তন ছাত্রদের) এক মিলনমেলা সৃষ্টি হয় রাজবাড়ীর ঐতিহ্যবাহী প্রায় শতবর্ষী এ মাদরাসার প্রাঙ্গণ।

মাদরাসার সভাপতি মো. লুৎফর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা শামসুল হক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু।

উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আজম আলী মন্ডল, জেলা আ'লীগের সিনিয়র সহসভাপতি (এমপির প্রতিনিধি) হেদায়েত হোসেন সোহরাব, মাদরাসার সভাপতি মো. লুৎফর রহমান, ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বিভাগীয় কার্যালয়ের মাস্টার ট্রেইনার হাফেজ মাওলানা মোহাম্মদ একরামুল হক মাহবুব, 

মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব হাফেজ মাওলানা ইলিয়াস মোল্লা, রাজবাড়ী জেলা মডেল মসজিদের ইমাম আবু সাঈদ তৈয়বী, উপজেলা সদর মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা সিয়াম, পুলিশ লাইন মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোবারক হোসেন, অংকুর স্কুলের সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা খন্দকার আব্দুল হাই, কাজি হেদায়েত হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা শামসুল হক, অত্র মাদরাসার শিক্ষক হাফেজ ক্বারী আবু দাউদ, প্রাক্তন ছাত্র, বর্তমান ছাত্র, মাদরাসার শিক্ষক মণ্ডলীসহ প্রায় তিন শতাধিক আলেমগণ। 

বোখারী শরিফের শেষ দরস প্রদান করেন ঢালকা নগর মাদরাসার শায়খুল হাদিস মুফতি আব্দুল গফফার। 

উল্লেখ্য, অতিথিদের মাঝে সম্মাননা স্মারক, প্রাক্তন ছাত্র দের মাঝে সম্মাননা পদক দেওয়া হয়। ভাজনচালা মাদরাসার প্রাক্তন ছাত্র সংসদ নিরলস ভাবে পরিশ্রম করে উক্ত অনুষ্ঠানটির আয়োজন করেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ