সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ ।। ১৭ ভাদ্র ১৪৩২ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাপার কার্যক্রম স্থগিতে সরকারকে পদক্ষেপ নিতে বলল এনসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, প্রো-ভিসি ও প্রক্টর সহ আহত দুই শতাধিক ধর্ম উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনারের সাক্ষাৎ  নির্বাচন ঘিরে অশুভ শক্তির অপতৎপরতা ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে ‘চবির ঘটনা নীলনকশার অংশ কি না খতিয়ে দেখতে হবে’ ১৮ সেপ্টেম্বর উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জমিয়তের ‘নিষিদ্ধ ছাত্রলীগ সারা দেশে কালেক্টিভ অ্যাটাকের পরিকল্পনা করছে’ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল আলিয়া মাদরাসার অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা ডিসেম্বরে আমি রাজনীতি থেকে বিরত হব না: ফজলুর রহমান

মন্ত্রীর ছেলেকে গ্রেপ্তারের নির্দেশ নির্বাচন কমিশনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নরসিংদীতে ভোট কারচুপির অভিযোগে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদীকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

অভিযোগ উঠেছে, ভোট শুরুর কিছুক্ষণ আগে সাদী ভোটকেন্দ্রে ঢুকে ১২টি ব্যালট বইয়ে জোরপূর্বক আওয়ামী লীগের নির্বাচনি প্রতীক 'নৌকায় সিল মারেন।

অভিযোগের ভিত্তিতে সকাল ৮টার পর বেলাব উপজেলার সান্নাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। ভোট বাতিল হওয়ায় নরসিংদী-৪ আসনের প্রিসাইডিং অফিসারকেও আটক করেছে পুলিশ।

নরসিংদী জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, 'ভোট কারচুপির অভিযোগে কেন্দ্রে ভোট বাতিল হওয়ার পরপরই এ আসনের প্রিসাইডিং অফিসার হারুনুর রশিদ, ইব্রাহিমপুর সরকারি প্রানিক বিদ্যালয়ের অধ্যক্ষকে জিজ্ঞসাবাদের জন্য আটক করা হয়।'

নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব)। আসনে একটি পৌরসভা ও ২০টি ইউনিয়নের ১৫৮টি কেন্দ্রে মোট ভোটারসংখ্যা ৪ লাখ ২ হাজার ৬১০। এই ভোটারদের মধ্যে ২ লাখ ৩২ হাজার ৮২৭ জন নারী, ১ লাখ ৯৯ হাজার ৭১১ জন পুরুষ এবং তৃতীয় লিঙ্গের দুই ভোটার রয়েছেন।

নরসিংদী-ও থেকে এ আওয়ামীলীগের টিকিট নিয়ে হুমায়ূন পুনরায় নির্বাচন করছেন। এ আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য সাইফুল ইসলাম খান বিষ্ণু স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন।

/এইচএএম

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ