বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
আব্দুল হামিদকে পালাতে দেওয়া হয়েছে : সারজিস ‘মাদক প্রতিরোধে সীমান্তের তরুণদের বিজিবির মতো প্রহরী হতে হবে’ আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকালে বেফাকের গভীর শোক  নারী কমিশনের প্রস্তাব বাতিলের দাবিতে নারীদের মানববন্ধন ইসরাইলের রামন বিমানবন্দরে ইয়েমেনের ড্রোন হামলা ইসলামী আন্দোলন ও ইসলামী ঐক্যজোটের সংলাপ: ৭ দফা ঐকমত্য ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা: তিন দিনে ভারতীয় ১৬ ড্রোন ভূপাতিত জামায়াত নেতা আজহারের আপিলের রায় ২৭ মে মসজিদ-মাদরাসায় হামলা ভারতের আগ্রাসী মনোভাবের প্রতিফলন: খেলাফত মজলিস ভারতীয় মুসলিম নেতারা হিন্দুত্ববাদী প্রকল্পের আস্থা অর্জন করতে পারবেন কি?

‘আল্লামা সুলতান যওক নদভীর স্মৃতি নতুন প্রজন্মকে আলোকিত করবে’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

সদ্য চলে যাওয়া দেশের অন্যতম শীর্ষ আলেম, শিক্ষা সংস্কারক, বিশিষ্ট ভাষাবিদ আল্লামা সুলতান যওক নদভী রহ. স্মরণে স্মৃতিচারণমূলক অনুষ্ঠান করেছে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম। ‘স্মরণে বরণে’ শিরোনামে এই বিশেষ অনুষ্ঠানটিতে স্থান পায় আল্লামা সুলতান যওক নদভী রহ.-এর জীবনী, অবদান এবং ব্যক্তিত্ব নিয়ে আলোচনা ও স্মৃতিচারণ। 

অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় ৬ মে মঙ্গলবার, রাত ৯টা ৩০ মিনিটে।

এই অনুষ্ঠানটি সম্প্রচার হয়েছে অনলাইন ভিত্তিক ইসলামি প্ল্যাটফর্ম ‘ourislam tv’ পেইজে।
স্মৃতিচারণ অনুষ্ঠানে আলোচক হিসেবে অংশ নেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মুহিব্বুল্লাহ বাকী নদভী, মুহাদ্দিস ও লেখক মাওলানা যাইনুল আবিদীন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব।

আল্লামা সুলতান যওক নদভী (রহ.)-এর ইলমি অবদান, আদর্শ ও চারিত্রিক বৈশিষ্ট্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

আলোচকরা তাঁর আদর্শ, শিক্ষকতা জীবন, ব্যক্তিত্ব এবং ইসলামের প্রতি তাঁর নিষ্ঠা তুলে ধরেন। কেউ বলেন, তিনি শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি গভীর দয়া ও সৌজন্য দেখাতেন; কারও অনুপস্থিতি হলে তা গোপনে বলতেন, প্রকাশ্যে নয়। কেউ স্মরণ করেন তাঁর আরবি ভাষাজ্ঞান এমন ছিল যে, নিয়মতান্ত্রিক পড়াশোনা না করেও নদওয়াতুল উলামা থেকে ‘নদভী’ উপাধি পান। আরেকজন বলেন, হুজুর ছাত্রদের নাম ও বিস্তারিত বহু বছর পরও বলে দিতে পারতেন।

আল্লামা সুলতান যওক নদভী (রহ.)-এর ইলমি সাধনা, চারিত্রিক মাধুর্য ও শিক্ষায় অসাধারণ অবদানের স্মৃতি নতুন প্রজন্মকে আলোকিত করবে—এমন প্রত্যাশাই উঠে আসে এই অনুষ্ঠানজুড়ে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ