শনিবার, ৩০ আগস্ট ২০২৫ ।। ১৫ ভাদ্র ১৪৩২ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নুরের ওপর হামলার ঘটনায় আইন উপদেষ্টার তীব্র নিন্দা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সাহসী নেতা নুরুল হক নুরের ওপরে হামলা মেনে নেয়া যায় না -ইসলামী আন্দোলন বাংলাদেশ ভিপি নুরের ওপর হামলায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা – বাংলাদেশ খেলাফত মজলিস গণ অধিকার পরিষদের নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ জাতীয় পার্টি কার্যালয়ের সামনে ফের সংঘর্ষ, নুরসহ আহত বেশ কয়েকজন বাড্ডা থানা জমিয়তের কাউন্সিল অনুষ্ঠিত আমেরিকার ৯০০ স্থানে বিক্ষোভের ডাক রাজধানীতে জাপা-গণঅধিকার পরিষদের সংঘর্ষ, সেনা মোতায়েন সকল ধর্মের মানুষ জামায়াতের কাছে নিরাপদ: অধ্যক্ষ মোস্তফা কামাল নির্বাচনী রোডম্যাপ জনগণের সঙ্গে তামাশা : বাংলাদেশ খেলাফত মজলিস

ঢাকার মানিকনগর জহিরুদ্দিন মাদরাসা’র ইসলাহি মাহফিল ও খতমে বুখারি বুধবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া জহিরুদ্দিন আহমাদ (মানিকনগর মাদরাসা) এর ১০ম বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

জানা যায়, হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও খতমে বুখারি উপলক্ষে আগামী ১ ফেব্রুয়ারি বুধবার মাদরাসা প্রাঙ্গনে এই আয়োজন অনুষ্ঠিত হবে।

মাওলানা মুহাম্মাদ আব্দুল গণী’র সভাপতিত্বে আয়োজিত উক্ত ইসলাহি মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন ফরিদাবাদ মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা আব্দুল কুদ্দুস, বিশেষ অতিথি হিসেবে থাকবেন আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া’র কো-চেয়ারম্যান মাওলানা সাজিদুর রহমান।

এছাড়া আলোচনা করবেন মুফতি মুহাম্মদ আবু সাঈদ, মুফতি মুহা. নজরুল ইসলাম, মুফতি মুহাম্মদ ইমাদুদ্দিন, মাওলানা মেরাজুল হক মাজহারী, মাওলানা মহিউদ্দিন আশ্রাফি, মুফতি মুহাম্মদ আব্দুস সালাম, মুফতি মুহাম্মদ মনিরুজ্জামান, মুফতি মুহা. জিকরুল্লাহ খান, মুফতি মুহা. তৈয়্যব আশরাফ, মুফতি এহসানুল হক জিলানী। আমন্ত্রিত ওলামায়ে কেরাম হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা মুহাম্মদ ইসহাক, মাওলানা মুহা. আব্দুর রহমান, হাফেজ মাওলানা তোফাজ্জল হোসেন।

প্রতিষ্ঠানটির মুহতামিম ও শাইখুল হাদিস হাফেজ মুফতি জুবায়ের আহমাদ বলেন, মানিকনগরসহ আশপাশের এলাকার সাধারণ মুসল্লিগণ আমাদের প্রতিষ্ঠানের এই আয়োজনের অপেক্ষায় থাকে সারা বছর। এই ইসলাহি মাহফিল তাদের আত্মার খোরাক জোগায়। প্রতি বছরের মতো এবারও যেন সুন্দর ও সুষ্ঠভাবে আয়োজন সম্পন্ন করতে পারি সে দোয়া চাই সবার কাছে। যারা কাছাকাছি আছেন অবশ্যই এসে আয়োজনের সৌন্দয্য বাড়াবেন। আর যারা দূরে আছেন তাদের কাছে দোয়া কামনা করছি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ