মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫ ।। ২১ শ্রাবণ ১৪৩২ ।। ১১ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামি দলগুলোর ঐক্য-সমঝোতা কতদূর? গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর-এর সমাবেশ  আদর্শিক বিরোধে গণ-অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত নয় : মাহফুজ আলম ইসলামি চার রাজনৈতিক দলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত ‘স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে’ মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার

বাজারে আসছে পূর্ণ তাহকিক-তাখরিজযুক্ত চলিত ভাষায় অনূদিত ফাযায়েলে আমাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:।। বাজারে আসছে পূর্ণ তাহকিক-তাখরিজযুক্ত চলিত ভাষায় অনূদিত ফাযায়েলে আমাল।

দাওয়াত ও তাবলিগের সাথে যারা যেভাবেই যুক্ত আছেন, তারাই এ কিতাবটিকে চিনেন। ফাযায়েলে আমাল নিয়ে কত বিভ্রান্তি কত ধরণের কথা নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। মানুষ মুখিয়ে ছিলো একটি তাখরিজযুক্ত ফাযায়েলে আমালের। আজ তা বাজারে আসতে চলেছে।

ফাযায়েলে আমালের অনুবাদ, তাখরিজ, তাহকিক, সম্পাদনা, প্রুফরিডিং ইত্যাদিতে যে সকল সম্মানিত উলামায়ে কেরাম কাজ করেছেন তাদের মধ্যে অন্যতম ০১. ফাযায়েলে তাবলীগ: অনুবাদ: মাওলানা আমীরুল ইসলাম লোকমান, তাখরীজ ও তাহকীক : মাওলানা ইউসুফ ওবায়দী, মাওলানা আহমাদ ইউসুফ শরীফ

০২. ফাযায়েলে নামাজ: অনুবাদ, তাখরীজ: মাওলানা আহমাদ ইউসুফ শরীফ। ০৩. ফাযায়েলে কুরআন: অনুবাদ: মাওলানা আহমাদ ইউনুস, তাখরিজ: মাওলানা আহমাদ ইউসুফ শরীফ, তাখরীজ ও তাহকীক: মাওলানা আনাস বিন সাদ

০৪. ফাযায়েলে যিকর: অনুবাদ: মাওলানা জাওয়াদ তাহির, মাওলানা আফফান বিন শরফুদ্দীন, তাখরীজ ও তাহকীক: মাওলানা আহমাদ ইউসুফ শরীফ, মাওলানা আফফান বিন শরফুদ্দীন, মাওলানা জাহিদ জাওয়াদ, মাওলানা যুবায়ের নাজাত ০৫. হেকায়েতে সাহাবা : মাওলানা আনাস বিন সাদ (১ম অর্ধেক), মাওলানা আবদুল্লাহ যুবাইর (২য় অর্ধেক)। তাখরীজ ও তাহকীক: মাওলানা আনাস বিন সাদ (১ম অর্ধেক), মাওলানা আবদুল আযীয মাহবুব (২য় অর্ধেক)।

০৬. ফাযায়েলে রমযান: অনুবাদ: মাওলানা যাহিদ যাওয়াদ, তাখরীজ ও তাহকীক : মাওলানা যাহিদ যাওয়াদ, মাওলানা আবদুল আযীয মাহবুব

০৭. পস্তি কা ওয়ায়েদ এলাজ: অনুবাদ: মাওলানা আব্দুল্লাহ যুবায়ের, তাখরীজ ও তাহকীক : মাওলানা ইউসুফ ওবায়দী, মাওলানা আহমাদ ইউসুফ শরীফ পুরো প্রজেক্টের তাহকীক-তাখরীজ তত্ত্বাবধান ও নজরে সানী করেছেন মাওলানা ইউসুফ আল ওবায়দী।

প্রুফ দেখেছেন: মাওলানা হোসাইন আহমাদ, মাওলানা আল-আমীন, মাওলানা মুশতাক আহমদ, শাকিল হোসাইন, শাহাদাৎ।

তাহকীক-তাখরীজ যুক্ত, সাবলীল চলিত ভাষায় অনূদিত 'ফাযায়েলে আমাল' সম্ভাব্য প্রকাশ-কাল : ১৩ জানুয়ারি ২০২৩।

পৃষ্ঠা-সংখ্যা: ১০০০
বাঁধাই: বোর্ডবাঁধাই

নির্ধারিত মূল্য:
প্রিমিয়াম কোয়ালিটি: ৫০০৳
দাওয়াহ সংস্করণ: ৩৫০৳

প্রকাশনায়: দারুল ফিকর

প্রি-অর্ডার চলছে- প্রি অর্ডার করতে অবশ্যই আপনাকে গুগল ফরম পূরণ করতে হবে। ফরমটি পূরণ করতে ক্লিক করুন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ