আওয়ার ইসলাম ডেস্ক: বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে বরিশালে যাওয়ার পথে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে।
আজ শনিবার (০৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে হামলার ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির গণসমাবেশ বাস্তবায়ন মিডিয়া উপ-কমিটির আহ্বায়ক জহির উদ্দিন স্বপন।
হামলায় আহতরা দাবি করেছেন, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারীরা এই হামলার সাথে জড়িত।
বর্তমানে ইশরাক হোসেন সেই গাড়িবহর নিয়ে জনসমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যানে পৌঁছেছেন।
তিনি জানান, আমি ও দলীয় নেতৃবৃন্দ গৌরনদীর মাহিলাড়া বাজারে পৌঁছার পরপরই সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা আওয়ামী লীগের অনুগতরা হামলা চালিয়ে পালিয়ে গেছে। এতে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন আমরা বরিশাল সমাবেশস্থলে আছি।
তিনি বলেন, আওয়ামী লীগ যতই হামলা চালাক, জনজোয়ার রুখতে পারবে না। শুধু আমি নয়, সকল নেতাকর্মী শত বাধা ডিঙিয়ে বরিশালের সমাবেশস্থলে পৌঁছেছেন।
হামলায় ৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ বিএনপির ৩৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সহিদুল হক সহিদ, ৩৮ নং ওয়ার্ড বিএনপি নেতা মামুন ভূঁইয়া, রকি, কর্মী মো. রাসেল, মো. বাবুল ও খোকন। এছাড়া ৪০ নং ওয়ার্ড বিএনপি নেতা ইমরান, ৪২ নং ওয়ার্ড যুবদল সদস্য সচিব মাসুদ রানা, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল নেতা রকি ও আল আমিন।
-এসআর
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        