জামালপুর প্রতিনিধি: ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, বাংলাদেশ ও বঙ্গবন্ধু এক সূত্রে গাঁথা। বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে ভালোভাবে জানতে হবে। বাংলাদেশ ও বাঙ্গালী বিষয়ে ভালোভাবে জানার জন্য বঙ্গবন্ধুর লিখিত বই সমূহ এক অমূল্য সুযোগ।
আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের বঙ্গবন্ধুর লিখিত বই সহ তার জীবন ও কর্ম নিয়ে লিখিত বই সমূহ পড়তে হবে। বঙ্গবন্ধু লিখিত বই পাঠে নতুন প্রজন্মকেও বিশেষ ভাবে উদ্বুদ্ধ করতে হবে।
আজ বুধবার (২ নভেম্বর) সকালে মোঃ ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে বাংলাদেশ আওয়ামী লীগ, ইসলামপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ইসলামপুর উপজেলা শাখার আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দের মাঝে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
মোঃ ফরিদুল হক খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গত বারো বছরে দেশের যে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে, তা জনগণের নিকট তুলে ধরতে হবে। সরকারের উন্নয়ন সাফল্যের বিরোধিতা করে বিরোধী দলের অপপ্রচারের বিরুদ্ধে জনমত গঠন করতে দলের নেতাকর্মীদের জনগণের দোরগোড়ায় যেতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গৃহীত ১০ টি মেঘা প্রকল্প বাস্তবায়ন প্রায় শেষ হওয়ার পর্যায়ে রয়েছে। পদ্মা সেতুসহ অনেক গুলো বড় বড় সেতু উদ্বোধন করা হয়েছে। এসব উন্নয়নের ফলে দেশের ব্যাপক উন্নয়ন আজ দৃশ্যমান যার সুফল ইতোমধ্যে জনগণ ভোগ করছে।
প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে আসার জন্য সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করেছে। যা ইতোপূর্বের সরকারগুলোর কেউ করেনি। সমাজের প্রতিটি ক্ষেত্রে সরকারের উন্নয়ন সাফল্য যথাযথ ভাবে তুলে ধরতে নেতা কর্মীদের আহবান জানান।
অনুষ্ঠানে ইসলামপুর উপজেলা শাখার উদ্যোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দের মাঝে বঙ্গবন্ধুর লিখিত 'অসমাপ্ত আত্মজীবনী,' 'কারাগারের রোজনামচা, এবং 'সে আগুন ছড়িয়ে গেলো সবখানেঃ সময় রেখায় বঙ্গবন্ধু' -বই তিনটি বিতরণ করা হয়।
-এসআর
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        