জামালপুর প্রতিনিধি: ৪১তম বিসিএসের ফল চলতি মাসের যেকোনো সময় প্রকাশিত হতে পারে। এ বিসিএসের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন শেষে বর্তমানে ফল তৈরির কাজ চলছে।
আজ বুধবার (২ নভেম্বর) বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি) সূত্র এ তথ্য জানিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে পিএসসির এক কর্মকর্তা জানান, ফল তৈরির কাজ শেষ পর্যায়ে। কেবল আনুষ্ঠানিকতা বাকি আছে। মূল্যায়ন শেষে খাতা পরীক্ষ করা পিএসসিতে জমা দিয়েছেন। তৃতীয় ধাপের মূল্যায়নও শেষ পর্যায়ে। আগামী সপ্তাহে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন গণমাধ্যমে জানান, পরীক্ষকরা নির্ধারিত সময়ে খাতা মূল্যায়নে বিলম্ব করেছেন, এ জন্যই ৪১তম বিসিএসের ফল প্রকাশে কিছুটা দেড়ি হয়ে গেছে। লিখিত পরীক্ষার ফল তৈরির কাজ চলছে। চলতি মাসের যেকোনো দিন এ ফল প্রকাশ করা হবে।
তিনি আরও জানান, ফল প্রকাশের তিন মাসের মধ্যেই মৌখিক পরীক্ষা শেষ করা হবে। এজন্য সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে ৯১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে প্রভাষক নেওয়া হবে বিসিএস শিক্ষায় ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বিভাগে ১০ জন। শিক্ষার পর সবচেয়ে বেশি ৩২৩ জনকে প্রশাসন ক্যাডারে নিয়োগ দেওয়া হবে।
২০২১ সালের ১ আগস্ট ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। ৪১তম বিসিএসে আবেদন করেছিলেন ৪ লাখ ৪ হাজার ৫১৩ জন প্রার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৩ লাখ ৪ হাজার ৯০৭ জন। এতে উত্তীর্ণ হয়েছেন ২১ হাজার ৫৬ জন। প্রিলিমিনারিতে উত্তীর্ণরাই লিখিত পরীক্ষায় অংশ নেন। পরে ওই বছরের ২৯ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
-এসআর
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        