শনিবার, ০১ নভেম্বর ২০২৫ ।। ১৬ কার্তিক ১৪৩২ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
৪০ সেকেন্ডের ঝটিকা মিছিল শেষে কারাগারে ছাত্রলীগ-যুবলীগের ১২ নেতাকর্মী ‘যথেষ্ট সফলতা আছে, তবে ১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না’ ব্যাংকগুলোতে ক্যাশ নেই, চরম ভোগান্তিতে গাজার মানুষ বাধ্যতামূলক সেনা নিয়োগের বিরুদ্ধে ইসরাইলে ব্যাপক বিক্ষোভ শ্রমিকবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তিকে ক্ষমতায় আনতে হবে : মাওঃ আব্দুল আউয়াল দেশের সর্ববৃহৎ সিরাত প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত ‘যারা ভোটের জন্য বেহেশতের টিকিটের কথা বলে বেড়ায় তাদের থেকে সাবধান’ ঝটিকা মিছিল করতে গিয়ে গ্রেপ্তার আ.লীগের তিন হাজার নেতাকর্মী ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে মহাসড়কে নামাজ আদায় নভেম্বর থেকে নতুন পোশাক পাচ্ছে মহানগর পুলিশ

হতাশার মধ্য দিয়েই নবজাগরণ সৃষ্টি করতে হবে: মাওলানা মাহফুজুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাবুস সালাম ফাউন্ডেশন মিলনায়তনে শায়খুল হাদীস পরিষদ উত্তরা জোনের উদ্যোগে "আকাবীরে দেওবন্দের চিন্তাধারা ও আজকের প্রেক্ষিত" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১লা নভেম্বর (মঙ্গলবার) বিকাল ৩টায় এ সভা অনুষ্ঠিত হয়।

উত্তরা জোনের আহ্বায়ক মুফতি আনীসুর রহমানের সভাপতিত্বে সদস্য সচিব মুফতি নেয়ামতুল্লাহ আমীন ও মাওলানা মুর্শিদ সিদ্দিকীর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল হাদীস পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ও বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক। প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন দারুল উলুম করাচির নায়েবে মুফতি, সিনিয়র মুহাদ্দিস মুফতি আব্দুল মান্নান।

বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন বিশিষ্ট দাঈ ও ইকরা টিভি ইউকের আলোচক মুফতি আব্দুল মুনতাকিম, শায়খুল হাদীস পরিষদের আহ্বায়ক মাওলানা তাফাজ্জুল হক আজিজ, বাইতুল উলুম, ঢালকানগর মাদরাসার মুফতি হাবীবুল্লাহ মিসবাহ। সভাতে "আকাবীরে দেওবন্দের চিন্তাধারা ও আজকের প্রেক্ষিত" বিষয়ে লিখিত বক্তব্য পেশ করেন জহির ইবনে মুসলিম।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহফুজুল হক বলেন, শায়খুল হাদীস পরিষদ সারাদেশে আকাবীরে দেওবন্দের চিন্তাধারা নিয়ে ব্যাপক আলোচনার মধ্য দিয়ে হতাশাজনক পরিস্থিতিতে এক নবজাগরণ সৃষ্টি করবে। এ সময় তিনি আকাবীরে দেওবন্দের কর্মপদ্ধতিকে বৈপ্লবিকধারা হিসেবে আখ্যা দেন।

আলোচনা সভায় আরও আলোচনা করেন মারকাজুশ শায়খ জাকারিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ, শায়খুল হাদীস রহমাতুল্লাহি আলাইহির সাহেবজাদা মাওলানা মাহবুবুল হক, টঙ্গী দারুল উলুম সাতাশ মাদরাসার মুহতামিম মুফতি মাসুদুল করীম, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা আতাউল্লাহ আমীন, শায়খুল হাদীস পরিষদের সদস্য সচিব মাওলানা হাসান জুনাইদ, মাদরাসাতুর রহমানের মুহতামিম মাওলানা বখতিয়ার হুসাইন সরদার, মাওলানা নুরুল ইসলাম কাসেমি, ৫০ নং ওয়ার্ড উলামা পরিষদের সভাপতি মাওলানা জাকির হুসাইন কাসেমী, ৪৯ নং ওয়ার্ড উলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুস সাত্তার,সেক্রেটারি মুফতি জহির ইবনে মুসলিম,দারুণ আজহার মডেল মাদরাসার প্রিন্সিপাল অধ্যাপক মাওলানা সাইফুদ্দিন আহমেদ খন্দকার,বিশিষ্ট লেখক ও গবেষক সৈয়দ শামসুল হুদা, মাওলানা নাজমুল হাসান, আমিরুদ্দীন ফয়েজি প্রমুখ।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ