সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ।। ৭ পৌষ ১৪৩২ ।। ২ রজব ১৪৪৭

শিরোনাম :
ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন বিনা টিকিটে রেলওয়ে ভ্রমণ, এক দিনেই ১৪ লাখের বেশি টাকা আদায় সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৮ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার করা কৌশল হতে পারে: রফিকুল ইসলাম দীপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ হেফাজতে ইসলামের রজব মাসের চাঁদ দেখা গেছে ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে: পীর সাহেব চরমোনাই মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানের জামিন ওসমান হাদি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন : আইন উপদেষ্টা আল্লাহ আমাদের মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন : ফিল্ড মার্শাল মুনির

পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ দিচ্ছে বেফাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) জনবল নিয়োগ দিচ্ছে।

রোববার (৩০ অক্টোবর) এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বেফাক। বেফাকের মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী সাক্ষরিত বিজ্ঞপ্তিতে পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিভিন্ন পদে জনবল নিয়োগের কথা জানা যায়।

পদের নাম: পরীক্ষা নিয়ন্ত্রক
সংখ্যা: একজন
শিক্ষাগত যোগ্যতা: ১ম বিভাগে তাকমিলে উর্ত্তীণ হতে হবে।
অভিজ্ঞতা: যে কোন উল্লেখযোগ্য মাদরাসায় কমপক্ষে ৫ বছর তাকমিল মারহালার মিয়ারী কিতাব পড়ানো। হাতের লেখা শুদ্ধ ও সুন্দর হতে হবে। আবরী, বাংলা, উর্দূ ভাষায় পারদর্শী হতে হবে। আরবী ভাষা সাহিত্যের জন্য আবশ্যকীয় সকল শাস্ত্রে পারদর্শিতাসহ এবারতের ব্যাখ্যা বিশ্লেশণে পূর্ণ দক্ষতা থাকতে হবে। প্রশ্নপত্র প্রণয়নের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ হতে হবে।
বয়স: কমপক্ষে ৩৫ হতে হবে।

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
সংখ্যা: ১৩ জন।
শিক্ষাগত যোগ্যতা: সানাবিয়্যাহ উলইয়া পাশ হতে হবে। কম্পিউটার বিষয়ে ভালো মানের সনদ থাকতে হবে।
অভিজ্ঞতা: বাংলা ভাষায় দক্ষ হতে হবে। হাতের লেখা সুন্দর হতে হবে।
বয়স: কমপক্ষে ২৫ হতে হবে।

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (সনদ ও মুদ্রণ)
সংখ্যা: ২ জন।
শিক্ষাগত যোগ্যতা: সানাবিয়্যাহ উলইয়া পাশ হতে হবে। কম্পিউটার বিষয়ে ভালো মানের সনদ থাকতে হবে।
অভিজ্ঞতা: বাংলা ভাষায় দক্ষ হতে হবে। হাতের লেখা সুন্দর হতে হবে। ছাপা ও মুদ্রণ কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: কমপক্ষে ২৫ হতে হবে।

পদের নাম: অফিস সহকারী কাম হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার
সংখ্যা: ১ জন।
শিক্ষাগত যোগ্যতা: সানাবিয়্যাহ উলইয়া পাশ হতে হবে। কম্পিউটার বিষয়ে ভালো মানের সনদ থাকতে হবে।
অভিজ্ঞতা: বাংলা ভাষায় দক্ষ হতে হবে। হাতের লেখা সুন্দর হতে হবে। কম্পিউটার হার্ডওয়্যার কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: কমপক্ষে ২৫ হতে হবে।

পদের নাম: পিয়ন/খাদেম
সংখ্যা: ২ জন।
শিক্ষাগত যোগ্যতা: মুতাওয়াসসিতাহ/সমমান পাশ হতে হবে।
অভিজ্ঞতা: আগে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে। হাতের লেখা স্পষ্ট হতে হবে।
বয়স: কমপক্ষে ২০ হতে হবে।

সকল পদের জন্য অন্যান্য সাধারণ যোগ্যতা: আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকিদায় বিশ্বাসী হতে হবে। হানাফী মাজহাবের অনুসারী হতে হবে। চাল-চলন, লেবাস-পোশাক, আখলাক ও নৈতিকতায় সুন্নাতের পাবন্দ হতে হবে। কোন রাজনৈতিক দল বা অঙ্গ সংগঠনের সদস্য হতে পারবে না।

আবেদন পদ্ধতি ও সময়: ৯ নভেম্বর ২০২২ এর মধ্যে সভাপতি বরাবর আবেদন করতে হবে। আবেদনের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি, এনআইডি কার্ডের ফটোকপি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত এবং সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে। বেফাকের ঠিকানায় সরাসরি অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস ডেলিভারীর মাধ্যমে আবেদন করতে হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ