শনিবার, ৩০ আগস্ট ২০২৫ ।। ১৫ ভাদ্র ১৪৩২ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নুরের ওপর হামলার ঘটনায় আইন উপদেষ্টার তীব্র নিন্দা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সাহসী নেতা নুরুল হক নুরের ওপরে হামলা মেনে নেয়া যায় না -ইসলামী আন্দোলন বাংলাদেশ ভিপি নুরের ওপর হামলায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা – বাংলাদেশ খেলাফত মজলিস গণ অধিকার পরিষদের নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ জাতীয় পার্টি কার্যালয়ের সামনে ফের সংঘর্ষ, নুরসহ আহত বেশ কয়েকজন বাড্ডা থানা জমিয়তের কাউন্সিল অনুষ্ঠিত আমেরিকার ৯০০ স্থানে বিক্ষোভের ডাক রাজধানীতে জাপা-গণঅধিকার পরিষদের সংঘর্ষ, সেনা মোতায়েন সকল ধর্মের মানুষ জামায়াতের কাছে নিরাপদ: অধ্যক্ষ মোস্তফা কামাল নির্বাচনী রোডম্যাপ জনগণের সঙ্গে তামাশা : বাংলাদেশ খেলাফত মজলিস

সীরাতুন্নাবী সা. বক্তৃতা প্রতিযোগিতা, আসরের পর শুরু হচ্ছে পুরস্কার বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: পবিত্র সিরাতুন্নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে রাজধানীর চৌধুরী পাড়ায় শেখ জনুরুদ্দীন দারুল কোরআন মাদরাসায় চলছে বক্তৃতা প্রতিযোগিতা।

শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসা, চৌধুরীপাড়া, ঢাকা ও আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম, হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ’র যৌথ উদ্যোগ অনুষ্ঠিত এ আয়োজন শুরু হয় গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে। আজ বিকেলে পুরস্কার বিতরণীর মাধ্যমে সমাপ্ত হবে বক্তৃতা প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে আসরের পূর্বে মসজিদ-ই-নূর প্রাঙ্গণে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

জানা যায়, আজ আসরের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামিয়া ইকরা বাংলাদেশের মহাপরিচালক আল্লামা ফরিদ উদ্দীন মাসউদ। এছাড়া সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসা ও মসজিদ-ই নূর- এর মুতাওয়াল্লি আলহাজ মুহাম্মাদ ইমাদুদ্দিন নোমান। আলোচনা করবেন শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসা, চৌধুরীপাড়ার মুহতামিম মাওলানা মাহফুজুল হক কাসেমী, শুভেচ্ছা বক্তব্য রাখবেন মাওলানা খোরশেদ আলম কাসেমী।

এছাড়া উপস্থিত থাকবেন লেখক মুহাদ্দিস মাওলানা জামিল আহমদ, আওয়ার ইসলামের সম্পাদক হুমায়ুন আইয়ুব, কবি ও ছড়াকার জিয়াউল আশরাফ, মুফতি এনায়েত কবীর, মুফতি নুরুল আলম ইসহাকী প্রমুখ।

এদিকে বক্তৃতা প্রতিযোগিতায় রাজধানী ঢাকার বিভিন্ন মাদরাসার দেড় শতাধিক প্রতিযোগী অংশ গ্রহণ করেছে। বিজয়ীদের পুরস্কার সমূহ:
১ম পুরস্কার: ১৫ হাজার টাকা ও মেডেল।
২য় পুরস্কার: ১০ হাজার টাকা ও মেডেল।
৩য় পুরস্কার: ৮ হাজার টাকা ও মেডেল।
৪র্থ থেকে ১০ পুরস্কার: ১৫০০ টাকা ও মেডেল।
এছাড়াও থাকবে সমমূল্যের বই ও সার্টিফিকেট।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ