বুধবার, ২৭ আগস্ট ২০২৫ ।। ১২ ভাদ্র ১৪৩২ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মৃত ব্যবসায়ীর কবরে গিয়ে ক্ষমা চাইল জাপানি পুলিশ ও কৌঁসুলিরা গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসা দিতে চাওয়ায় ৫ ডাক্তারকে বদলি করা হয়েছিল  গাজায় যুদ্ধবিরতির দাবিতে ইসরাইলে বিক্ষোভ, সড়ক অবরোধ কোনো অদৃশ্য শক্তি সরকারকে প্রভাবিত করছে : পীর সাহেব চরমোনাই গুলশানে কবি আল মাহমুদ পাঠাগার উদ্বোধন চাঁদাবাজি নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের প্রধান বাধা: ইসলামী আন্দোলন ডাকসু নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই হিজাব পরিহিত নারী প্রার্থীদের প্রতি আক্রোশ বিএনপি নেতা ফজলুর রহমানের পদ ৩ মাসের জন্য স্থগিত বিএনপির শোকজের দীর্ঘ জবাব দিলেন ফজলুর রহমান জুলাই শহীদ পরিবারে সরকারি অনুদান বণ্টনে নতুন বিধিমালা জারি

ঢাকায় ‘লেখক সমাবেশ’ করবে ইসলামী লেখক ফোরাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম আগামী নভেম্বর-ডিসেম্বরের দিকে ঢাকায় বড় আয়োজনে ‘লেখক সমাবেশ’ করার উদ্যোগ নিয়েছে। তখন সংগঠনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীও উদযাপন করা হবে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনে ফোরামের নির্বাহী কমিটির বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মুনীরুল ইসলাম।

প্রতিষ্ঠাবার্ষিকী ও লেখক সমাবেশ উপলক্ষ্যে বরাবরের মতো একটি সমৃদ্ধ স্মারক প্রকাশসহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এসব বাস্তবায়নে দুটি উপকমিটিও গঠন করা হয়। উপকমিটি দ্রুত সময়ের মধ্যে পৃথক মিটিং করে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরবে।

সভায় ‘ইসলামি লেখক অভিধান’ প্রণয়ন সংক্রান্ত কাজের অগ্রগতি, লেখক ফোরামের নির্বাহী কমিটির সফর ও ময়মনসিংহের বইমেলায় ফোরামের অংশগ্রহণের বিষয়েও সিদ্ধান্ত হয়।

সাধারণ সম্পাদক আমিন ইকবালের পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন- সহ-সভাপতি রোকন রাইয়ান, সহ-সাধারণ সম্পাদক জিয়াউল আশরাফ, সাংগঠনিক সম্পাদক শামসুদ্দীন সাদী, অর্থ সম্পাদক এমদাদুল হক তাসনিম, সহ-অর্থ সম্পাদক উবায়দুল হক খান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সাদ আবদুল্লাহ মামুন, প্রশিক্ষণ সম্পাদক মিযানুর রহমান জামীল, গবেষণা সম্পাদক নকীব মাহমুদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মঈনুদ্দীন খান তানভীর, আইন ও সমাজকল্যাণ সম্পাদক ওমর ফারুক মজুমদার, প্রচার সম্পাদক হাসান আল মাহমুদ, দফতর ও পাঠাগার সম্পাদক হাবীবুল্লাহ সিরাজ, নির্বাহী সদস্য জুবায়ের রশীদ, আবদুল্লাহ ফিরোজী, নূর মুহাম্মদ রাহমানী, সাঈদ আবরার এবং ইয়াহইয়া মাহমুদ। ‘ইসলামি লেখক অভিধান’ অনলাইন ফরম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ