বুধবার, ২৭ আগস্ট ২০২৫ ।। ১২ ভাদ্র ১৪৩২ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মৃত ব্যবসায়ীর কবরে গিয়ে ক্ষমা চাইল জাপানি পুলিশ ও কৌঁসুলিরা গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসা দিতে চাওয়ায় ৫ ডাক্তারকে বদলি করা হয়েছিল  গাজায় যুদ্ধবিরতির দাবিতে ইসরাইলে বিক্ষোভ, সড়ক অবরোধ কোনো অদৃশ্য শক্তি সরকারকে প্রভাবিত করছে : পীর সাহেব চরমোনাই গুলশানে কবি আল মাহমুদ পাঠাগার উদ্বোধন চাঁদাবাজি নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের প্রধান বাধা: ইসলামী আন্দোলন ডাকসু নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই হিজাব পরিহিত নারী প্রার্থীদের প্রতি আক্রোশ বিএনপি নেতা ফজলুর রহমানের পদ ৩ মাসের জন্য স্থগিত বিএনপির শোকজের দীর্ঘ জবাব দিলেন ফজলুর রহমান জুলাই শহীদ পরিবারে সরকারি অনুদান বণ্টনে নতুন বিধিমালা জারি

দেশের উন্নয়নে কৃষকের ভূমিকা সবচেয়ে বেশি: ডেপুটি স্পিকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের উন্নয়নে কৃষকের ভূমিকা সবচেয়ে বেশি বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শাসুল হক টুকু।

তিনি বলেছেন, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার মূল কারিগর বাংলার কৃষক। তাদের অক্লান্ত পরিশ্রমেই মূলত দেশে দারিদ্র্যের সংখ্যা কমছে। জাতির জনক ও তার কন্যা শেখ হাসিনার হৃদয়ে বাংলার কৃষকরা বিশেষ জায়গা দখল করে আছেন। তারাও প্রধানমন্ত্রীকে প্রাণভরে ভালোবাসেন।

রোববার (২৫ সেপ্টেম্বর) পাবনার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নে আয়োজিত ‘কৃষক বিনোদন ও সাংস্কৃতিক’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ডেপুটি স্পিকার।

শাসুল হক টুকু বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রাম ও শহরের উন্নয়নে সমান সুযোগ-সুবিধা রাখার লক্ষ্যে গ্রামীণ ‘উন্নয়ন ও কৃষি বিপ্লব’ শিরোনামে সংবিধানে একটি ধারা যুক্ত করেছেন। কৃষকদের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এ কৃষকদের পক্ষ থেকে বিনোদন অনুষ্ঠান কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ।

খেলাধুলার গুরুত্ব সম্পর্কে তিনি বলেন, মাদক সন্ত্রাস থেকে সমাজকে মুক্ত রাখতে সব শ্রেণি-পেশার মানুষের জন্য সুস্থ বিনোদনের ব্যবস্থা রাখতে হবে। পাকিস্তানি শোষক শ্রেণি ও আমাদের দেশের সাম্প্রদায়িক রাজনৈতিক দল সংস্কৃতিকে প্রায় ধ্বংস করে দিয়েছে। প্রধানমন্ত্রী আমাদের নিজস্ব সংস্কৃতি রক্ষায় নানান পদক্ষেপ নিয়েছেন এবং বাস্তবায়নে আমাদের দিকনির্দেশনা দিয়েছেন।

কৃষক বিনোদন অনুষ্ঠানে নারীদের অংশগ্রহণে ‘বাজনা থামলে বল কোথায়’, হাড়ি ভাঙা, বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে হাড়ি ভাঙা, পুরুষদের অংশগ্রহণে হাঁস ধরা, বালিশ যুদ্ধ, হাডুডু ও গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা দর্শকদের মধ্যে আনন্দঘন পরিবেশ তৈরি করে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ