শুক্রবার, ২২ আগস্ট ২০২৫ ।। ৭ ভাদ্র ১৪৩২ ।। ২৮ সফর ১৪৪৭

শিরোনাম :
সীমান্তে ৫ বাংলাদেশি নারীকে ফেরত দিল বিএসএফ কেন্দুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থীর আলোচনা সভা আগে সংবিধান সংশোধন, তারপর জাতীয় নির্বাচন: আখতার পাঠ্যবইয়ে গণহত্যাকারীদের তালিকায় থাকবে শেখ হাসিনার নাম: আসিফ মাহমুদ নির্বাচনের আগে অবশ্যই সংস্কার হতে হবে: শায়খে চরমোনাই রাজনীতি দিয়ে রাজনীতি মোকাবিলা করুন: তারেক রহমান মহানবী (সা.)-এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল : ধর্ম উপদেষ্টা ইনসাফ ফাউন্ডেশনের আত্মপ্রকাশ উপলক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত ফেব্রুয়ারিতেই নির্বাচন, পরবর্তী সরকারের কোনো পদে থাকছি না: প্রধান উপদেষ্টা জাতিসংঘের সন্ত্রাসী তালিকায় কেবল মুসলিমদের নাম: পাকিস্তান

সৌদির সাথে মিল রেখে ‘একই দিনে রোজা-ঈদ’ নতুন ফেতনা: শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবের সাথে মিল রেখে 'একই দিনে রোযা ও ঈদ' সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে যে নতুন ফেতনা মাথাচাড়া দিয়ে উঠেছে, তার বিরুদ্ধে দেশের শীর্ষস্থানীয় মুফতি ও ওলামায়ে কেরামের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বাদ যোহর রাজধানীর জামিয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগ মাদরাসার ছদরে মুহতামিম ও মজলিসের শূরার সদর হযরত মাওলানা হাবিবুর রহমান (হাজি সাহেব হুজুর)-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অংশগ্রহণ করেন, শায়খ যাকারিয়া ইনস্টিটিউটের মহা-পরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ, আফতাব নগর মাদরাসার মুহতামিম মাওলানা মুফতী মোহাম্মদ আলী, দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা ওবায়দুর রহমান খান নদবী, লালবাগ মাদরাসার মুহতামিম মওলানা মহিবুল্লাহ, আজিমপুর ফয়জুল উলুম মাদরাসার মুহতামিম মওলানা সাখাওয়াত উল্লাহ, লালবাগ মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মুফতী ফয়জুল্লাহ, প্রধান মুফতী মাওলানা মুফতী ইয়াহইয়া, সিলেট গওহরপুর মাদরাসার মোহতামিম মওলানা মুসলিহ উদ্দীন রাজু, বড়কাটারা মাদরাসার মুহতামিম মাওলানা সাইফুল ইসলাম, শিবচর দারুসসুন্নাহ মাদরাসার মুহতামিম মাওলানা নেয়ামতুল্লাহ আল-ফরিদী, ইসলামবাগ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মুফতী তৈয়্যেব হুসাইন, মালিবাগ মাদরাসর ভাইস প্রিন্সিপাল মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আবুল কাশেম, মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা মাকসুদুর রহমান, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা সোহরাব হোসাইন, মুফতী আনিসুর রহমান, মাওলানা ইব্রাহিম হাবীব, মাওলানা মাকসুদুর রহমান, মাওলানা ইসহাক, মাওলানা আবু বকর সিদ্দীক, মুফতী নাজমুল হুদা নোমানী, মাওলানা রেজাউল ইসলাম, মাওলানা কাজী আজিজুল হক, মাওলানা ইসহাক হাবীব, মাওলানা যাকারিয়াসহ অন্যান্য শীর্ষস্থানীয় মুফতী ও ওলামায়ে কেরাম।

সভায় সর্বসম্মতিক্রমে তিনটি প্রস্তাব গৃহীত হয়- ১. একই দিনে রোযা ও ঈদ পালনের বিভ্রান্ত সৃষ্টিকারীদের বিরুদ্ধে দেশব্যাপী ব্যাপক প্রচার- প্রচারণা চালানো। ২. সরকারকে এই বিষয়ে শরীয়তের সঠিক মাসাআলা অবগত করে সরকারিভাবে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণের জন্য ওলামায়ে কেরামের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালানো। ৩. ইতিমধ্যে যেসব অঞ্চলে এই ফেতনা মাথাচাড়া দিয়ে উঠেছে, সেই সব অঞ্চলে স্থানীয়ভাবে সভা- সমাবেশ, সেমিনার- সিম্পোজিয়ামের ব্যবস্থার মাধ্যমে সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদেরকে সতর্ক করা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ