বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭


কুর্মিটোলা হাসপাতালে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিস আধা ঘণ্টার চেষ্টায় তা নিভিয়ে ফেলে।

রোববার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত। এ ঘটনায় হাসপাতালে থাকা রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আগুনের খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের ১০ তলা থেকে নবম তলায় অর্ধেক রোগীকে নামিয়েও আনা হয়। তবে রোগীদের কারো ক্ষতি হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, রাত সাড়ে ১১টার দিকে আগুনের খবর পেয়ে তাদের দু’টি ইউনিট তাৎক্ষণিকভাবে সেখানে যায়। রাত ১২টা ৮ মিনিটে তারা আগুন নেভাতে সক্ষম হয়।

তিনি বলেন, হাসপাতাল ভবনের নবম তলায় বিদ্যুতের একটি নিয়ন্ত্রণ কক্ষে আগুনের সূত্রপাত।

পুলিশের ক্যান্টনমেন্ট থানার ওসি কাজী শাহান হক বলেন, আগুন লাগার পর ওপর থেকে ৫০ শতাংশ রোগীকে নামিয়ে আনা হয়। এর মধ্যেই আগুন নিভিয়ে ফেলে ফায়ার সার্ভিস।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ