মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ।। ৮ পৌষ ১৪৩২ ।। ৩ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে আবারও তলব মৌলভীবাজারে বিন্নিগ্রাম মাদরাসার ফুযালা আবনা সম্মেলন আগামীকাল ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরবেষ্টিত কারাগারের প্রস্তাব ইসরায়েলের, তীব্র বিতর্ক নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলনের নগর সম্মেলন, নতুন কমিটি ঘোষণা ইসলামপন্থীদের টার্গেট করে বেআইনিভাবে আটক বন্ধের দাবি বিহারে মুসলিম হকার হত্যা: ভিকটিমকেই ‘চোর’ বানানোর চেষ্টা মসজিদে নববীর মুয়াজ্জিনের ইন্তেকাল মাদ্রাসা থেকে র‍্যাব পরিচয়ে তরুণ আলেমকে তুলে নেওয়ার অভিযোগ আবরার ফাহাদ-ওসমান হাদির নামে দুই ভবনের নাম রাখলেন শিক্ষার্থীরা মুফতি শামাইল ও জাবেদ আখতারের বিতর্ক, দরকারি কিছু কথা

ইসলামী আন্দোলনের আমীরের সঙ্গে বাংলাদেশ কল্যাণ পার্টির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব. সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীর প্রতীক) সহ কল্যাণ পার্টির শীর্ষ নেতৃবৃন্দ

আজ শুক্রবার (২ সেপ্টেম্বর) বাদ জুমআ দলের পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় দেশের চলমান সঙ্কট ও সম-সাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হয় এবং ভবিষ্যত করণীয় নিয়ে বিশদ মতবিনিময় হয়। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বাংলাদেশ কল্যাণ পার্টির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দলের অতিরিক্ত মহাসচিব নূরুল কবীর ভূঁইয়া পিন্টু, ভাইস চেয়ারম্যান আলী হোসেন ফরায়েজী ও মাহমুদ খান, যুগ্ম মহাসচিব নূরুর আবছার, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদ আবেদীন, লে. কমান্ডার অব. ফয়সল মেহেদী, ওবায়দুল সিরাজী প্রমূখ।

কল্যাণ পার্টির নেতৃবৃন্দ জাতীয় সঙ্কট নিরসনে ইসলামী আন্দোলনের আমীর হযরত পীর সাহেব চরমোনাইকে বলিষ্ঠ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। দেশের স্বার্থে পীর সাহেব চরমোনাই’র যে কোন গঠনমূলক উদ্যোগে কল্যাণ পার্টি সাড়া দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

পীর সাহেব চরমোনাই কল্যাণ পার্টির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, আগামীতে ক্ষমতাপ্রেমিকদের বিরুদ্ধে দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

এছাড়াও পীর সাহেব চরমোনাই’র সঙ্গে সৌজন্যে সাক্ষাত করেন জনাব কর্ণেল অব. আব্দুল হক, অধ্যাপক কর্ণেল অব. আকরাম ও প্রফেসর ড. আব্দুল লতিফ মাসুম।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ