বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭


ঢাকা উত্তর সিটি করপোরেশন ভবনের আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর গুলশানে উত্তর সিটি করপোরেশন ভবনের ৮ম তলায় লাগা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় দুই ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

তিনি বলেন, সকাল ৭টা ৮ মিনিটে উত্তর সিটি করপোরেশন ভবনের ৮ম তলায় আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে আরও একটি ইউনিট যুক্ত হয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

রাশেদ বিন খালিদ আরও বলেন, শট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে আমরা ধারণা করছি। বাকিটা আমরা তদন্ত করে বলতে পারব।

তবে আগুনে হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ