সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ ।। ১৭ ভাদ্র ১৪৩২ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাপার কার্যক্রম স্থগিতে সরকারকে পদক্ষেপ নিতে বলল এনসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, প্রো-ভিসি ও প্রক্টর সহ আহত দুই শতাধিক ধর্ম উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনারের সাক্ষাৎ  নির্বাচন ঘিরে অশুভ শক্তির অপতৎপরতা ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে ‘চবির ঘটনা নীলনকশার অংশ কি না খতিয়ে দেখতে হবে’ ১৮ সেপ্টেম্বর উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জমিয়তের ‘নিষিদ্ধ ছাত্রলীগ সারা দেশে কালেক্টিভ অ্যাটাকের পরিকল্পনা করছে’ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল আলিয়া মাদরাসার অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা ডিসেম্বরে আমি রাজনীতি থেকে বিরত হব না: ফজলুর রহমান

হজরত হামনাহ বিনতে জাহাশ রা.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোমান আব্দুল্লাহ

নাম ও পরিচয়: তাঁর নাম হামনাহ। তিনি জয়নব বিনতে জাহাশ রা. এর আপন বোন ছিলেন।

বিয়ে: হজরত মুসআব বিন উমাইর রা. এর সাথে তাঁর বিয়ে হয়েছিলো।

ইসলাম গ্রহণ: স্বামী মুসআব রা. এর সাথে তিনিও ইসলাম গ্রহণ করেন।

জীবনযাপন: তিনি মদিনায় হিজরতের মর্যাদা অর্জন করেছিলেন। রাসুল সা. মুহাজির ও আনসার নারী সাহাবিদের কাছ থেকে বাইয়াত গ্রহণ কালে তিনিও তাদের অন্তর্ভুক্ত ছিলেন। মুসনাদে আহমদ ও ইবনে সাআদ ইত্যাদি গ্রন্থে অনেক নারী সাহাবির ব্যাপারে এই বাইয়াতে অংশগ্রহণের কথা উল্লেখ আছে। উহুদ যুদ্ধে বিশেষ ভূমিকা রেখেছিলেন। পানি পান করানো ও আহতদের সেবাশুশ্রূষার দায়িত্ব পালন করেছিলেন।

উহুদ যুদ্ধে স্বামী মুসআব রা. শাহাদত বরণ করলে 'জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি' তালহা রা. এর সাথে তার বিয়ে হয়।

ইফকের ঘটনায় ভুলক্রমে যেসকল সাহাবি মুনাফিকদের সঙ্গ দিয়েছিলেন -তিনি তাদের একজন ছিলেন। ফাতহুল বারিতে বর্ণিত হয়েছে, তার ইচ্ছা ছিলো, আয়েশা রা. কে রাসুল সা. এর চোখে কিছুটা নিচু করে আপন বোন জয়নব রা. কে উঁচু করবেন। তবে জয়নব রা. এমন কোনো চেষ্টা করেননি।

সন্তান: হজরত তালহা রা. এর ঔরসে তার মুহাম্মদ ও ইমরান নামে দুজন ছেলে জন্মগ্রহণ করে। মুহাম্মদ রা. তিনি 'সাজ্জাদ' নামে প্রসিদ্ধ ছিলেন।

ইন্তেকাল: তার ইন্তেকালের কত হিজরিতে হয়েছিলো তার সঠিক মত জানা যায়না। তবে তিনি বোন জয়নবের ইন্তেকাল পর্যন্ত জীবিত ছিলেন। যিনি ২০ হিজরিতে ইন্তেকাল করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ