মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময় সভা জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি খালেদা জিয়াসহ ৯ নারী পেলেন বিএনপির মনোনয়ন ২৩৭ আসনে বিএনপির ধানের শীষ পেলেন যারা নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামলায় মতিউর রহমান আকন্দ নিন্দা

মাত্র ৬ মাস ১৫ দিনে হাফেজ হলেন মোহতাসিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম
নির্বাহী সম্পাদক>

মাত্র ৬ মাস ১৫ দিনে পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করেছেন রাজধানী ঢাকার কচুক্ষেত পুরান বাজারে অবস্থিত ইবনে কাসীর ক্যাডেট মাদরাসার ছাত্র হাফেজ মুহাম্মদ মোহতাসিমুল ইসলাম।

৯ বছর বয়সী হাফেজ মুহাম্মদ মোহতাসিমুল ইসলাম ৮ আগস্ট হিফজ সম্পন্ন করেন। মোহতাসিমুল ইসলামের বাড়ী খাড়াব, মনোহরদী, নরসিংদী। তার বাবার নাম মো. আরিফুল ইসলাম।

ইবনে কাসীর ক্যাডেট মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি মিরাজুল ইসলাম খান আওয়ার ইসলামকে জানান, মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে আমার মাদরাসার এ মেধাবী শিক্ষার্থী মোহতাসিমুল ইসলাম মাত্র ৬ মাস ১৫ দিন সবক পড়ে পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করতে সক্ষম হয়েছে। এটি ছিলো এক বিশাল অর্জন। এর জন্য আমি তার শিক্ষকদের ও অভিভাবকদের প্রতি আন্তরিক অভিনন্দন জানাই।

তিনি আরো বলেন, আসলে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠালগ্ন থেকেই আমার শিক্ষকদের প্রতি ও শিক্ষার্থীদের প্রতি নির্দেশনা ছিলো, আপনারা সময়কে গুরুত্ব দেন। কেননা, অনেক সময় দেখা যায় একজন শিক্ষার্থী হিফজ সমাপ্ত করতে অনেক সময় লেগে যায়, তাতে সে অন্য পড়া লেখা করতে পারে না। শিক্ষার্থীরা হাফেজ হয়ে অন্য পড়া লেখা করতে পারে সেজন্য খুব দ্রুত হিফজ সমাপ্ত করার একটি প্রয়াস ছিলো।

আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তায়ালা আমাদের এই মেহনত কে কবুল করেছেন। তারই ধারাবাহিকতায় এই শিক্ষার্থী খুবই অল্প সময়ে হিফজ সম্পন্ন করতে সক্ষম হয়েছেন। মাদরাসা ও শিক্ষার্থীদের সফলতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ