বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
অনশনরত তারেকের পক্ষে সংহতি বিএনপি’র গুলি খেতে না চাইলে এনসিপিতে আসুন: হাসনাত আবদুল্লাহ ‘উত্তেজনা কমাতে’ ইস্তাম্বুলে ফের আলোচনায় বসছে পাক-আফগান জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি দেওয়ায় কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন ৭২র সংবিধান বাতিল জুলাই বিপ্লবের অন্যতম প্রেরণা: ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট প্রকাশিত হয়েছে আবুল ফাতাহ কাসেমী’র নতুন বই ‘ইসলাম ও কাদিয়ানি ধর্ম’  অবিলম্বে জুলাই সনদ ঘোষণার উপর গণভোট দিতে হবে: খেলাফত মজলিস আবারও আফগানিস্তানকে যুদ্ধের হুমকি পাকিস্তানের গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড গণতন্ত্র রক্ষায় প্রয়োজন অনুযায়ী সংবিধান সংশোধন করতে হবে: অ্যাটর্নি জেনারেল

জনগণ দে‌শের মা‌লিক, কিন্তু জনগণ‌কে কথা বল‌তে ‌দেয়া হয় না: জি এম কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, জনগণ দে‌শের মা‌লিক, কিন্তু জনগণ‌কে কথা বল‌তে ‌দেয়া হয় না। কথা বল‌তে চাই‌লে হয়রানি করা হ‌চ্ছে। তারপরও আমরা জনগ‌ণের কথা বল‌তে চাই। প‌রি‌স্থি‌তির উত্তর‌ণে আমরা কর্মসূচি দে‌বো। সেই কর্মসূচিতে সবাইকে কাঁধে কাঁধ মি‌লি‌য়ে রাজপ‌থে থাক‌তে হ‌বে।

বৃহস্পতিবার বিকেলে পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।

সম্মেলনকে কেন্দ্র করে বর্ণিল সাজে সাজানো হয় পুরো শহর। বুধবার ঢাকা থেকে শতাধিক গাড়ির বহর নিয়ে সড়কপথে বা‌কেরগ‌ঞ্জে আ‌সেন জাতীয় পা‌র্টির কো চেয়ারম্যান সা‌বেক মন্ত্রী এ‌বি এম রুহুল আ‌মিন হাওলাদারের নেতৃ‌ত্বে জাপার কেন্দ্রীয় নেতারা। নেতারা গাড়ির বহর ও সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে বরিশাল হয়ে বাকেরগঞ্জ ও দুমকিতে শোডাউন করে। এসময় পু‌রো এলাকায় চাঞ্চল্য সৃ‌ষ্টি হয়। রাস্তাঘাটে উৎসুক মানু‌ষের ভীড় লক্ষ্য করা যায়।
সরকা‌রের সমা‌লোচনা ক‌রে জিএম কা‌দের আরো ব‌লেন, দে‌শে রাজ‌নৈ‌তিক সঙ্কট চল‌ছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও জ্বালা‌নি তে‌লের দা‌মে জনজীবন বিপর্যস্থ। এ অবস্থা থে‌কে দে‌শের মানুষ মু‌ক্তি চাই।

সম্মেলনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রত্না আমিন হাওলাদারের সমম্বয়ে সভাপতিত্ব করেন এবিএম রুহুল আমিন হাওলাদার।

সভাপতির বক্তব্যে এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, দেশের মানুষ সুশাসন চায়। এরশাদের শাসনামলে ফিরে যেতে চায়। নব্বইয়ের পর থেকে দেশের মানুষ ভালো নেই, সুখে নেই। দেশকে ভালো রাখতে হলে জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে হবে।

আরো বক্তব্য রাখেন পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙা, সাহিদুর রহমান টেপা, সোলাইমান আলম শেঠ, মীর আব্দুস সবুর আসুদ, রেজাউল ইসলাম ভূইয়া, লিয়াকত হোসেন খোকা এমপি, শফিকুল ইসলাম সেন্টু প্রমুখ।

এর আগে সকালে বাকেরগঞ্জে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রত্না আমিন হাওলাদারের সভাপতিত্বে এক সমাবেশে বক্তব্য রাখেন জিএম কাদের।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ