সোমবার, ২৫ আগস্ট ২০২৫ ।। ৯ ভাদ্র ১৪৩২ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কনটেন্ট নির্মাতা তৌহিদ আফ্রিদি গ্রেফতার ‘জুলাই অভ্যুত্থানের সুযোগ কাজে না লাগালে আগামী প্রজন্ম ধিক্কার দেবে’ ফজলুর বক্তব্যের তীব্র নিন্দা ছাত্রশিবিরের, সাংগঠনিক শাস্তি দাবি ফজলুর বক্তব্য প্রত্যাহার ও বহিষ্কার চেয়ে ৯৭ সংগঠনের যৌথ বিবৃতি কেন জাহাজে হজে নেওয়া গেল না, জানালেন ধর্ম উপদেষ্টা ৬ দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুফতি সালমান মানসুরপুরী ১২ রবিউল আউয়াল ৬ সেপ্টেম্বর ঢাবিতে ফজলুরকে অবাঞ্ছিত ঘোষণা করল শিক্ষার্থীরা ‘স্বৈরতন্ত্রের সুপ্ত বীজ যাদের মধ্যে আছে তারাই সংবাদ প্রকাশে বাধা দেয়’  খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

২০৪০ সালে দেশ ইউরোপের মত শক্তিশালী হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রফিকুল ইসলাম জসিম,
মৌলভীবাজার থেকে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জান খাঁন বলেছেন, ২০৪০ সালে বাংলাদেশ ইউরোপের মতো শক্তিশালী দেশে পরিণত হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ বদলে গিয়েছে। দেশ দুর্বার গতিতে এগিয়ে চলেছে। দেশের মাথাপিছু আয় বেড়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অলিলা গ্রুপের নতুন প্রতিষ্ঠান অলিলা অপ্যালওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই মুহূর্তে দারিদ্র্য ও ক্ষুধা বাংলাদেশে নেই। চিকিৎসা ও খাদ্যের অভাবে এখন আর কোনও মানুষ মারা যায় না। দ্রব্যমূল্যের পরিস্থিতি এখনও অনেক দেশের চেয়ে বাংলাদেশ ভালো অবস্থানে আছে। দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতেও ইন্টারনেট ও মোবাইল সেবা পৌঁছে গিয়েছে।

মন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সারা বিশ্বে যখন টালমাটাল অবস্থা সেখানে আমরা ইউরোপ-আমেরিকার চেয়ে ভালো অবস্থানে আছি।

তিনি আরও বলেন, ডিজেল, ফার্নেস অয়েল ও এলএনজির অপ্রাপ্যতা ও দাম বেড়ে যাওয়ার কারণে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে আমরা ফুল ক্যাপাসিটিতে রান করাচ্ছি না। যাতে আমাদের ইকোনমিতে চাপ না পড়ে। আর সে কারণেই আমাদের লোডশেডিং করতে হচ্ছে। তবে অচিরেই এই সমস্যার সমাধান হবে।

এ ছাড়াও অলিলা গ্রুপের প্রশংসা করে মন্ত্রী বলেন, অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমানের মতো নতুন প্রজন্ম শিল্প প্রতিষ্ঠান গড়ায় এগিয়ে আসছে। তাই আমাদের দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে আমরা পদ্মা সেতুর চেয়েও বড় বড় স্থাপনা তৈরি করতে পারব। দেশে দারিদ্রের হার ১২ শতাংশে কমে এসেছে, যা ভবিষ্যতে আরো কমবে।

অলিলা গ্রুপের চেয়ারম্যান হাসিনা নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান প্রমুখ৷

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ