সোমবার, ২৫ আগস্ট ২০২৫ ।। ৯ ভাদ্র ১৪৩২ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কনটেন্ট নির্মাতা তৌহিদ আফ্রিদি গ্রেফতার ‘জুলাই অভ্যুত্থানের সুযোগ কাজে না লাগালে আগামী প্রজন্ম ধিক্কার দেবে’ ফজলুর বক্তব্যের তীব্র নিন্দা ছাত্রশিবিরের, সাংগঠনিক শাস্তি দাবি ফজলুর বক্তব্য প্রত্যাহার ও বহিষ্কার চেয়ে ৯৭ সংগঠনের যৌথ বিবৃতি কেন জাহাজে হজে নেওয়া গেল না, জানালেন ধর্ম উপদেষ্টা ৬ দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুফতি সালমান মানসুরপুরী ১২ রবিউল আউয়াল ৬ সেপ্টেম্বর ঢাবিতে ফজলুরকে অবাঞ্ছিত ঘোষণা করল শিক্ষার্থীরা ‘স্বৈরতন্ত্রের সুপ্ত বীজ যাদের মধ্যে আছে তারাই সংবাদ প্রকাশে বাধা দেয়’  খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাহীন দলের নিবন্ধন বাতিল চায় জমিয়তে ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাহীন রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল চায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। একইসঙ্গে দলটি জনসমর্থনহীন রাজনৈতিক দলের নিবন্ধনও বাতিল চেয়েছে।

আজ মঙ্গলবার নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে দলটি এ প্রস্তাব দেয়। দলের মহাসচিব মঞ্জরুল ইসলাম আফেন্দীর নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেনয়। এর আগে সংলাপে অংশ নিয়ে জাসদ-ইনু ও ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের দাবি জানানো হয়েছিল। এবার পাল্টা দাবি উঠল জমিয়তে উলামায়ের পক্ষ থেকে।

দলটি তার প্রস্তাবে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার; সব দলের সমান সুযোগ নিশ্চিতকরণ; প্রতীক বরাদ্দ থেকে নির্বাচন পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ সেনাবাহিনী মোতায়েন; ইভিএমের পরিবর্তে ব্যালটেই ভোট গ্রহণ; প্রার্থীর এজেন্টদের উপস্থিতিতে ভোটগণনা ও ফলাফল ঘোষণা; নির্বাচনকালীন সময়ে স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাচন কমিশনের অধীনে রাখা।

স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর জমা দেওয়ার বিধান বাতিল; কেন্দ্র দখল, জাল ভোট প্রদান এবং ভোটারকে ভোটকেন্দ্রে আসতে বাধা দেওয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ; জনমনে বিতর্ক ও প্রশ্ন সৃষ্টিকারী বক্তব্য দেওয়ায় ইসিকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন; প্রবাসীদের ভোটদান প্রক্রিয়ার আওতায় আনা এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাহীন ও জনসমর্থনহীন রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করার দাবি করেছে।

নিবন্ধন বাতিলের প্রস্তাবে তারা বলেছ, বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম। সঙ্গত কারণে এ দেশে ইসলামী রাজনীতির চর্চা থাকাটা খুব স্বাভাবিক। সুতরাং ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাহীন ও জনসমর্থনহীন রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের আবেদন জানাচ্ছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ