মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ।। ৮ পৌষ ১৪৩২ ।। ৩ রজব ১৪৪৭


নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার সুযোগ নেই: হানিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘শুধুমাত্র নির্বাচন বিষয় ছাড়া নির্বাচন কমিশনের সাথে নির্বাচনকালীন সরকার বিষয়ে আলাপের সুযোগ নেই।’

তিনি বলেন, ‘অনেক আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সংবিধান। যেকোন মূল্যে এই সংবিধান সমুন্নত রাখতে হবে এবং আগামী নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে।’

আজ শুক্রবার বিকেলে কুষ্টিয়া জেলা প্রশাসন আয়োজিত ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন হানিফ।
তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে নির্বাচন কমিশন কিংবা সরকারের সাথে আলোচনায় বসতে চাই, সেই লক্ষ্যে সরকার ইতিবাচক মনোভাব পোষণ করছে।

এসময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম ও পুলিশ সুপার খাইরুল আলম উপস্থিত ছিলেন। সূত্র: বাসস।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ