আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবের রাষ্ট্রীয় অতিথি হিসেবে এবার হজ পালন করবেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। শনিবার তিনি সৌদি আরবের উদ্দেশে রওনা হন।
এই খবর নিজেই টুইটারে এক পোস্টে জানিয়েছেন শোয়েব। নিজের ইহরাম পরা ছবি দিয়ে টুইটে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, সৌদি আরবের রাষ্ট্রীয় অতিথি হিসেবে হজে যাচ্ছি।’
সৌদি আরবে পাকিস্তানি দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আখতার আরও লিখেছেন, “আমি মক্কায় মুসলিম বিশ্বের নেতৃবৃন্দের অংশগ্রহণে হজ সম্মেলনেও ভাষণ দেব।’
৪৬ বছর বয়সী সাবেক এই পেসার খেলোয়াড়ি জীবনে খ্যাতির চূড়ায় ছিলেন তার আগ্রাসী বোলিং দিয়ে। পাশাপাশি মাঠের বাইরের বিভিন্ন কাণ্ডেও সবসময় আলোচনার শীর্ষে থাকতেন তিনি। সূত্র : জিও নিউজ, খালিজ টাইমস
-কেএল
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        