আওয়ার ইসলাম ডেস্ক: বেলুচিস্তানের শিরানিতে একটি বাস গভীর গিরিখাদে পড়ে কমপক্ষে ২০ যাত্রী নিহত ও ১০ জন আহত হয়েছেন। বাসটি রাওয়ালপিণ্ডি থেকে কোয়েটায় যাচ্ছিল।
পথে ডানাসার এলাকায় একটি গভীর গিরিখাদে পড়ে যায় তা।
এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, নিহতের সংখ্যা কমপক্ষে ২০।
আহতদের অনেকের অবস্থা খারাপ। খবর পেয়ে পুলিশ এবং উদ্ধারকারী কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। তারা নিহতদের দেহ এবং আহতদেরকে জাব এবং মুঘলকোটের হাসপাতালগুলোতে স্থানান্তর করেন। কিভাবে এই ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। এমনকি নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন।
-এটি
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        