শনিবার, ০১ নভেম্বর ২০২৫ ।। ১৫ কার্তিক ১৪৩২ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
৪০ সেকেন্ডের ঝটিকা মিছিল শেষে কারাগারে ছাত্রলীগ-যুবলীগের ১২ নেতাকর্মী ‘যথেষ্ট সফলতা আছে, তবে ১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না’ ব্যাংকগুলোতে ক্যাশ নেই, চরম ভোগান্তিতে গাজার মানুষ বাধ্যতামূলক সেনা নিয়োগের বিরুদ্ধে ইসরাইলে ব্যাপক বিক্ষোভ শ্রমিকবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তিকে ক্ষমতায় আনতে হবে : মাওঃ আব্দুল আউয়াল দেশের সর্ববৃহৎ সিরাত প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত ‘যারা ভোটের জন্য বেহেশতের টিকিটের কথা বলে বেড়ায় তাদের থেকে সাবধান’ ঝটিকা মিছিল করতে গিয়ে গ্রেপ্তার আ.লীগের তিন হাজার নেতাকর্মী ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে মহাসড়কে নামাজ আদায় নভেম্বর থেকে নতুন পোশাক পাচ্ছে মহানগর পুলিশ

কাশ্মীরে জি-২০ সম্মেলন ‘আয়োজনের’ বিপক্ষে চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী বছর জি-২০ সম্মেলন জম্মু ও কাশ্মীরে আয়োজনের ভারতীয় সম্ভাব্য পরিকল্পনার বিপক্ষে অবস্থান নিয়েছে চীন।

বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ প্রসঙ্গে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন। এনডিটিভির প্রতিবেদনে এমনটি জানানো হয়।

জম্মু ও কাশ্মীরে ভারত জি-২০ সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছে ভারত, এমন খবর প্রকাশের পর পাকিস্তান এর বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে। এবার চীন তাদের অবস্থান জানাল।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছেন, ‘কাশ্মীর ইস্যুতে চীনের অবস্থান একদম সোজাসাপ্টা ও খুবই পরিষ্কার। ইস্যুটি দীর্ঘ দিনের। জাতিসংঘ সনদ, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা এবং দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে সমাধান করতে হবে।’

কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের প্রতি ইঙ্গিত করে ঝাও লিজিয়ান বলেন, ‘পরিস্থিতিকে কঠিন করে তোলে এমন কার্যক্রম সব পক্ষের এড়িয়ে চলা উচিত।’

ঝাও লিজিয়ান আরও বলেন, ‘আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে সমস্যার সমাধান করা উচিত।’

জি-২০ জোটভুক্ত হলো—আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ