শনিবার, ২৩ আগস্ট ২০২৫ ।। ৮ ভাদ্র ১৪৩২ ।। ২৯ সফর ১৪৪৭

শিরোনাম :
জুলাই সনদ নিয়ে মতামত দিল ২৩ রাজনৈতিক দল ওয়ান উম্মাহ সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী ও উসামা ওমরের কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত ফেনী-২ আসনে নির্বাচন করবেন এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু গুম-খুনের জন্য হাসিনার বিচার আবশ্যক: মির্জা ফখরুল ডাকসু নির্বাচনে নারী প্রার্থীদের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা সাদিক কায়েমের মেঘনা নদী থেকে জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার চট্টগ্রামে চোর সন্দেহে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, দুইজন আহত ঋতুরাজ শরৎ: মানুষ ও প্রকৃতির উচ্ছ্বাস হাসিনার উসকানিমূলক বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ১৫ কিলোমিটার যানজট

১৫ দফা দাবিতে ১ জুলাই ঢাকায় গণমিছিল করবে ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের পানি আগ্রাসনসহ ১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১লা জুলাই গণমিছিলের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

এদিন বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে জমায়েত শেষে এ গণমিছিল করবে দলটি।

এ উপলক্ষে শনিবার বাদ জোহর পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা বিভাগীয় জেলা নেতৃবৃন্দের সঙ্গে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, বন্যা প্রাকৃতিক দুর্যোগ হলেও সেই দুর্যোগকে বাড়িয়ে তোলে সরকারের নতজানু পররাষ্ট্রনীতি, পানি সম্পদ মন্ত্রণালয়ের দুর্নীতি, অব্যবস্থাপনা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় অদক্ষতা। সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় আজকে যে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে তার জন্য ক্ষমতাসীন সরকার দায় এড়াতে পারে না।

দলের সহকারি মহাসচিব ও গণমিছিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাস্তবায়ন কমিটির সদস্য সচিব কেএম আতিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত যৌথ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- দলের সহকারি মহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারি সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, প্রচার ও দাওয়াহ সম্পাদক আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা রেকমান হোসাইন জাফরী, ঢাকা মহানগর উত্তর সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম, দক্ষিণ জয়েন্ট সেক্রেটারী ডা. শহিদুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি নূর হোসেন, সেক্রেটারী মাওলানা সুলতান মাহমুদ, নারায়ণগঞ।জ জেলা সদস্য সচিব জাহাঙ্গীর কবির, নরসিংদী জেলা সভাপতি মুফতী কাওছার আহমদ, গাজীপুর মহানগর সেক্রেটারী মুফতী হোসাইন আহমদ, মুফতী আবদুল আহাদ প্রমূখ।

গত ১লা এপ্রিল জাতীয় মহাসমাবেশ থেকে দলের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই ১৫ দফা দাবি পেশ করেন। দাবি আদায়ে নিয়মতান্ত্রিকভাবে দেশের ৮টি বিভাগের ৭টি বিভাগে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগে ভয়াবহ বন্যার কারণে আগামী ২৯ জুন বিভাগীয় সমাবেশ হওয়ার কথা থাকলেও বন্যার কারণে তা পরবর্তীতে অনুষ্ঠিত হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ