মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ।। ৮ পৌষ ১৪৩২ ।। ৩ রজব ১৪৪৭


মহানবীকে কটূক্তির প্রতিবাদে সিলেটে ব্যবসায়ীদের ৭ ঘণ্টার ধর্মঘট পালন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা সিদ্দিকাকে (রা.) নিয়ে ভারতে বিজেপি নেত্রীর কটূক্তির প্রতিবাদে সিলেটে ধর্মঘট পালন করেছেন ব্যবসায়ীরা।

আজ বুধবার (১৫ জুন) ভোর ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা সাত ঘণ্টা দোকানপাট বন্ধ রেখে ধর্মঘট পালন করেছেন তারা।

সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ এই কর্মসূচির ডাক দেয়।

গত সোমবার সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মো. মকন মিয়া, সাধারণ সম্পাদক মো. নাজমুল হক এবং পরিষদের মহানগরের সভাপতি আব্দুর রহমান রিপন, সাধারণ সম্পাদক আব্দুল মন্নান মল্লিক মুন্না যৌথভাবে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়ে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছিলেন।

সকালে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ছোট-বড় সব মার্কেট, বিপণিবিতান, শপিংমল বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। পাড়ামহল্লার দোকানপাটও বন্ধ রয়েছে। দুপুর ১টা পর্যন্ত দোকানপাট বন্ধ থাকার কথা জানিয়েছেন ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের মহানগর সভাপতি আব্দুর রহমান রিপন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ